Friday, August 22, 2025

এপিক আলোচনায় রাজি নয় কেন্দ্র, রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূল, বিজেডি-সহ বিরোধীদের

Date:

Share post:

দেশজুড়ে ভুয়ো এপিক নম্বরের ছড়াছড়ি। একাধিক ভোটার। অভিযোগের তির ছিল নির্বাচন কমিশন এবং বিজেপির দিকে। মঙ্গলবার বাজেট অধিবেশনের তৃতীয় পর্বে রাজ্যসভায় এই নিয়ে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার(Central Government refuse discussion on EPIC issue in Rajya Sabha)। প্রতিবাদে হাউস থেকে ওয়াকআউট তৃণমূল- বিজেডির (TMC -BJD)। এদিন রাজ্যসভার অধিবেশন চলাকালীন জিরো আওয়ারে (Zero Hour) তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একে একে কক্ষত্যাগ করেন বিরোধী দলগুলোর বাকি সাংসদরাও।

সোমবারের পর মঙ্গলবারও রাজ্যসভায় এপিক নিয়ে আলোচনা চেয়ে কেন্দ্রের কাছে দাবী জানায় বিরোধীরা। কিন্তু সরকারপক্ষ এই বিতর্কে অংশ না নেওয়ায় বিরোধীরা ক্ষোভ উগরে দেয়। একই এপিক নম্বরে একাধিক ভোটার নিয়ে সবার আগে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবিকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে জবাব চাইতে শুরু করে ইন্ডিয়া জোটের বাকি দলগুলো। সোমবার এই নিয়ে আলোচনা শুরু করতেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মাইক অফ করে দেওয়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার ফের বিরোধীরা এপিক প্রসঙ্গ তুলতেই বিজেপি সরকার বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে,এমনকি এই নিয়ে আলোচনার অনুমতি দেননি ডেপুটি চেয়ারম্যানও। এরপরই তৃণমূল কংগ্রেস, বিজেডিসহ বাকি বিরোধী দলের সাংসদরা একে একে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন।

এদিন সংসদের বাইরে এসে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে কার্যত এক হাত নিয়ে রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Shekhar Roy) বলেন “একই এপিক নম্বরে একাধিক ভোটারের নাম কীভাবে থাকে? এটাই আমরা প্রশ্ন তুলেছিলাম। কমিশন সেকথা মেনেও নিয়েছে। জানিয়েছে, তিনমাসের মধ্যে তা সংশোধন করবে। কিন্তু আমাদের প্রশ্ন হল, এমন ভোটারের সংখ্যা ঠিক কত? তা জানাতে হবে। তাই আমরা সংসদে আলোচনার দাবি করেছিলাম। কিন্তু ডেপুটি চেয়ারম্যান সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন। তাই আমরা ওয়াকআউট করে বেরিয়ে এসেছি।অবিজেপি শাসিত রাজ্যগুলোতে জেতার জন্য ভোটার তালিকায় এরকম কারচুপি করছে কেন্দ্রের সরকার। আসলে গোটা নির্বাচন প্রক্রিয়াটাকে তারা কুক্ষিগত করতে চাইছে। ভারতের যে গণতান্ত্রিক কাঠামো ভেঙেচুরে দিচ্ছে। তবে আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং নির্দেশে সংসদে এবং বাইরে জনমত গড়ে তোলার কাজ চালিয়ে যাব।”

 

 

 

spot_img

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...