Wednesday, December 17, 2025

এপিক আলোচনায় রাজি নয় কেন্দ্র, রাজ্যসভা থেকে ওয়াকআউট তৃণমূল, বিজেডি-সহ বিরোধীদের

Date:

দেশজুড়ে ভুয়ো এপিক নম্বরের ছড়াছড়ি। একাধিক ভোটার। অভিযোগের তির ছিল নির্বাচন কমিশন এবং বিজেপির দিকে। মঙ্গলবার বাজেট অধিবেশনের তৃতীয় পর্বে রাজ্যসভায় এই নিয়ে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার(Central Government refuse discussion on EPIC issue in Rajya Sabha)। প্রতিবাদে হাউস থেকে ওয়াকআউট তৃণমূল- বিজেডির (TMC -BJD)। এদিন রাজ্যসভার অধিবেশন চলাকালীন জিরো আওয়ারে (Zero Hour) তুমুল উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। একে একে কক্ষত্যাগ করেন বিরোধী দলগুলোর বাকি সাংসদরাও।

সোমবারের পর মঙ্গলবারও রাজ্যসভায় এপিক নিয়ে আলোচনা চেয়ে কেন্দ্রের কাছে দাবী জানায় বিরোধীরা। কিন্তু সরকারপক্ষ এই বিতর্কে অংশ না নেওয়ায় বিরোধীরা ক্ষোভ উগরে দেয়। একই এপিক নম্বরে একাধিক ভোটার নিয়ে সবার আগে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর দাবিকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে ‘ভূতুড়ে ভোটার’ নিয়ে জবাব চাইতে শুরু করে ইন্ডিয়া জোটের বাকি দলগুলো। সোমবার এই নিয়ে আলোচনা শুরু করতেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মাইক অফ করে দেওয়া হয় বলে অভিযোগ। মঙ্গলবার ফের বিরোধীরা এপিক প্রসঙ্গ তুলতেই বিজেপি সরকার বিষয়টি নিয়ে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে,এমনকি এই নিয়ে আলোচনার অনুমতি দেননি ডেপুটি চেয়ারম্যানও। এরপরই তৃণমূল কংগ্রেস, বিজেডিসহ বাকি বিরোধী দলের সাংসদরা একে একে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন।

এদিন সংসদের বাইরে এসে কেন্দ্রীয় সরকার এবং নির্বাচন কমিশনকে কার্যত এক হাত নিয়ে রাজ্যসভার তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় (Sukhendu Shekhar Roy) বলেন “একই এপিক নম্বরে একাধিক ভোটারের নাম কীভাবে থাকে? এটাই আমরা প্রশ্ন তুলেছিলাম। কমিশন সেকথা মেনেও নিয়েছে। জানিয়েছে, তিনমাসের মধ্যে তা সংশোধন করবে। কিন্তু আমাদের প্রশ্ন হল, এমন ভোটারের সংখ্যা ঠিক কত? তা জানাতে হবে। তাই আমরা সংসদে আলোচনার দাবি করেছিলাম। কিন্তু ডেপুটি চেয়ারম্যান সেই প্রস্তাব খারিজ করে দিয়েছেন। তাই আমরা ওয়াকআউট করে বেরিয়ে এসেছি।অবিজেপি শাসিত রাজ্যগুলোতে জেতার জন্য ভোটার তালিকায় এরকম কারচুপি করছে কেন্দ্রের সরকার। আসলে গোটা নির্বাচন প্রক্রিয়াটাকে তারা কুক্ষিগত করতে চাইছে। ভারতের যে গণতান্ত্রিক কাঠামো ভেঙেচুরে দিচ্ছে। তবে আমরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং নির্দেশে সংসদে এবং বাইরে জনমত গড়ে তোলার কাজ চালিয়ে যাব।”

 

 

 

Related articles

পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি বাতিল ৩১৩ শিক্ষকের

পাহাড়ে নিয়োগ মামলায় চাকরি হারালেন ৩১৩ জন শিক্ষক। বুধবার কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে...

যুবভারতীতে ভাঙচুরের ঘটনা: গ্রেফতার আরও এক হামলাকারী

লিওনেল মেসির যুবভারতীর কনসার্টে যে তাণ্ডবের ঘটনা ঘটে শনিবার, তার জেরে রাজ্য প্রশাসন ইতিমধ্যেই একাধিক বড় পদক্ষেপ নিয়েছে।...

যুবভারতী স্টেডিয়ামে SIT, শামিমরা ঘুরে দেখলেন ঘটনাস্থল

ঘটনাস্থল পরিদর্শন করল যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলার তদন্তে গড়া চার সদস্যের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT)। মঙ্গলবারই রাজ্য পুলিশের (State...

ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মান ‘দ্য গ্রেট অনার নিশান অব ইথিওপিয়া’ পেলেন মোদি

ইথিওপিয়ায় সম্মানিত ভারতের প্রধানমন্ত্রী (Narendra Modi)। দুই দেশের সম্পর্ক মজবুত করতে নরেন্দ্র মোদির ভূমিকাকে সম্মান জানিয়ে তাঁকে বিশ্বের...
Exit mobile version