রাজ্যপালের নামে সোশ্যাল মিডিয়ায় প্রতারণার চেষ্টা! সতর্ক করল রাজভবন

রাজ্যপালের নামে সোশ্যাল মিডিয়ায় প্রতারণার চেষ্টা! বিভিন্ন সুযোগ-সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা তোলার চেষ্টা হচ্ছে। এমনই অভিযোগ নজরে আসতেই নড়েচড়ে বসল রাজভবন। এই ধরনের প্রতারণা কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলেও রাজভবনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি এরকম অভিযোগ পেলে পুলিশে অভিযোগ দায়ের করার বার্তা দিল রাজভবন।

রাজভবনের তরফে জানানো হয়েছে, বিভিন্ন উপায়ে প্রতারকরা প্রতারণার জাল বিছোচ্ছে। যাঁকে টার্গেট করা হচ্ছে, তাঁকে বিভিন্ন সুবিধার আশ্বাস দেওয়া হচ্ছে। আর সেই সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে টাকাও দাবি করা হচ্ছে। এমনই বেশ কয়েকটি অভিযোগ রাজভবনে জমা পড়ে। তাতেই নড়েচড়ে বসেন তদন্তকারীরা। তারপর এমন অভিযোগ কমেছিল কিছুটা। কিন্তু বর্তমানে ফের এই ধরনের প্রতারণার অভিযোগ উঠতে শুরু করেছে। তাই ফের রাজভবনের তরফে সতর্কতা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নামেও সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খুলে প্রতারণার চেষ্টার অভিযোগ উঠে। রাষ্ট্রপতির নামে ভুয়ো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো হয়। তারপরই প্রতারণার চেষ্টা হয়।

আরও পড়ুন- নৈরাজ্যমুক্ত হোক শিক্ষাপ্রাঙ্গণ: শিক্ষামন্ত্রীর ওপর হামলার প্রতিবাদ অল বেঙ্গল স্টেট গভর্নমেন্ট কলেজ টিচার অ্যাসোসিয়েশনের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_