Saturday, August 23, 2025

সোদপুরের ঘোলায় ট্রলিতে যুবকের দেহ, চাঞ্চল্য কল্যাণী এক্সপ্রেসওয়েতে

Date:

এবার সোদপুরের ঘোলায় ট্রলিতে মিলল যুবকের দেহ। চাঞ্চল্য কল্যাণী এক্সপ্রেসওয়েতে। রাতেই ঘটনাস্থলে যান বারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি (ঘোলা) তনয় চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে দুই যুবককে।

জানা গিয়েছে, ক্যাব চালকের বুদ্ধির জোরেই লাশ পাচারের আগে ধরা পড়ে যায় কীর্তিমানরা। প্রাথমিকভাবে পুলিশের অনুমান , নারকীয় কাণ্ডের নেপথ্যে টাকা সংক্রান্ত বিবাদ। তবে অন্য কোনও কারণ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ।

জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নাগেরবাজার থেকে দু’জন অ্যাপ ক্যাব ভাড়া করে। তাদের সঙ্গে ছিল ট্রলি। মুড়াগাছা পেরিয়ে ঘোলা মহিষপোতার কাছে কল্যাণী এক্সপ্রেস ওয়েতে অন্ধকার জায়গায় গাড়িটি দাঁড় করাতে বলেন যাত্রীরা। তখন প্রায় রাত ১২টা। আচমকা গাড়ি দাঁড় করানোয় সন্দেহ হয় চালকের। রাহল অধিকারী নামে ক্যাব চালক দাঁড়ানোর কারণ জিজ্ঞাসা করেন। পাশাপাশি ডিকিতে রাখা ট্রলি কেন ভারী, তিনি প্রশ্ন করতেই শুরু হয় বচসা। সেই সময় ঘোলা থানার পুলিশ ওই এলাকায় টহল দিচ্ছিলেন।

বাকবিতণ্ডা দেখে দাঁড়িয়ে পড়েন তারা। কারণ জিজ্ঞাসা করতেই একজন যাত্রী চম্পট দেয়। তখনই অন্য যাত্রীকে আটক করে পুলিশ। চালক ট্রলির কথা জানাতেই পুলিশ তল্লাশি চালায়। ট্রলি খুলতেই ভয়ংকর দৃশ্য।

দেখা যায়, ভিতরে রাখা এক যুবকের দেহ হাত ও পা বাধা সেলোটেপ দিয়ে। মুখ-সহ শরীরের উপরের খানিকটা অংশ ঢাকা ছিল প্লাস্টিকে। মৃতের পরনে ছিল জিন্স প্যান্ট ও সাদা টি-শার্ট। খবর পেয়ে ঘটনাস্থলে যান বারাকপুর পুলিশ কমিশনারেটের উচ্চ পদস্থ কর্তারা। দেহ উদ্ধারের পাশাপাশি বেশ কিছু নথি ও নগদ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। অ্যাপ ক‍্যাব চালককেও জিজ্ঞাসাবাদ করা হয়।

 

Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version