Wednesday, November 12, 2025

এএফসির টুর্নামেন্টেও রেফারিং হতাশাজনক। যার খেসারত দিতে হল লাল-হলুদকে।শুরুতেই এক গোলে এগিয়ে যাওয়াতেও স্বস্তি ছিল না। বরং ৩৩ মিনিটে প্রবল চাপে পড়ে ইস্টবেঙ্গল। রেড কার্ড দেখেন লালনুনচুঙ্গা। দশ জনের ইস্টবেঙ্গলের পক্ষে কাজ আরও কঠিন হয়। সেমিফাইনালে যেতে অন্তত ২-০ জয় প্রয়োজন ছিল। দশ জনে পরিণত হওয়ায় চাপ বাড়ে। নিজেদের ঘর বাঁচানোই প্রাথমিক লক্ষ্য হয়ে দাঁড়ায়। আর্কাদাগকে তাদের ঘরের মাঠে শুরুতে গোল দিলেও, তা ধরে রাখতে পারেনি অস্কারের দল। হারতে গোল ২-১ গোলে। ফলে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়। প্রথম লেগে ঘরের মাঠে তুর্কমেনিস্তানের ক্লাবে আর্কাদাগের বিরুদ্ধে হার ডিমানটাকোসদের বিরাট চাপে ফেলে দিয়েছিল।

প্রথম মিনিটেই মেসি বাউলির গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ডিমানটাকোস ডানদিক থেকে শট করেন গোলে তা বাঁচান চায়েভ রসুল। তবে তার হাতে লাগা বল এসে পড়ে মেসির পায়ে। গোল করতে ভুল করেননি। ১৭ মিনিটে তিন ফুটবলারকে ড্রিবল করে অসাধারণ শট মারেন ডিমানটাকোস। তবে তা বারে লেগে ফেরে। ম্যাচ দেখে মনে হচ্ছিল গ্রীক স্ট্রাইকার মরসুমের শেষে ছন্দ খুঁজে পেয়েছেন। সেই সময়ই ছন্দপতন। ৩৪ মিনিটে লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় লালচুংনুঙ্গাকে। বক্সের খুব কাছ থেকে ফ্রিকিক পায় আর্কাদাগ। তবে সেখান থেকে গোল আসেনি।

প্রথমার্ধে গোল করতে পারেনি কোনও দলই। ইস্টবেঙ্গল ১০ জনের হয়ে না গেলে সমস্যা বাড়তে পারত ঘরের দলের। কারণ এরপরেও দুটো সুযোগ ছিল মেসির সামনে। দুই ক্ষেত্রেই আটকে দেন চায়েভ রসুল। দ্বিতীয়ার্ধের শুরু থেকে রক্ষণ জমাট করে আর্কাদগকে আটকে রাখার স্ট্র‍্যাটেজি নিয়েছিল ইস্টবেঙ্গল। ১০ জনের বিরুদ্ধে খেললেও ঘরের মাঠে ফায়দা তুলতে পারেনি তুর্কমেনিস্তানের দল। ম্যাচের একেবারে শেষ দিকে ৮৭ মিনিটে এসে সৌভিক চক্রবর্তীর ফাউলে পড়ে যান তির্কিশভ। পেনাল্টি থেকে গোল করলেন আন্নাদুরদিয়েভ। গোল হজম করে কাঁধ ঝুলে যায় গোটা লাল-হলুদ ব্রিগেডের। ভেঙে পড়া ইস্টবেঙ্গলের যন্ত্রণা আরও বাড়িয়ে ৯৬ মিনিটে গোল করেন হাইড্রো। শেষ পর্যন্ত ২-১ ফলে ম্যাচ হারলেন জিকসন সিংরা। সবমিলিয়ে ৩-১ হেরে এফসি স্বপ্ন ভাঙল ইস্টবেঙ্গলের।

 

 

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version