দোল-হোলিতে নিজের লেখা-সুর করা গান পোস্ট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

দোল ও হোলি উৎসবের জন্যেও গান লিখলেন ও সুর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার, নিজের ফেসবুক পেজে ওই গান পোস্ট করেন মুখ্যমন্ত্রী। গানটি গেয়েছেন রাজ্যের আরেক মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন।

এর আগেও বিভিন্ন উৎসবের জন্যে গান রচনা করেছেন মুখ্যমন্ত্রী। দুর্গাপুজো-কালীপুজো-ভাইফোঁটা-ছটপুজো-ক্রিসমাসের কার্নিভালের জন্য গান রচনা করেছেন মুখ্যমন্ত্রী। বুধবার, বুধবার, ধনধান্য স্টেডিয়ামে কলকাতা পুরসভা আয়োজিত দোলযাত্রা ও হোলির মিলন উৎসবেই মুখ্য়মন্ত্রী জানান, দোল ও হোলি উৎসবের জন্যে গান রচনা করেছেন তিনি।

দোলের গানের ফুটে উঠেছে বাংলার সংস্কৃতি। বিভিন্ন জায়গার রঙ উৎসবের টুকরো ছবি ফুটে উঠছে এই গানে। দোল ও হোলির শুভেচ্ছা জানানো হয়েছে গানের মাধ্যমে।

আরও পড়ুন- যোগেশচন্দ্র কলেজে জোর করে রং মাখানোর অভিযোগ, তালিকায় সাংবাদিকরাও!

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_