Friday, January 2, 2026

প্রিমিয়ার লিগে টাইব্রেকারে লিভারপুলকে ছিটকে দিল পিএসজি

Date:

Share post:

প্রিমিয়ার লিগে শীর্ষে আছে লিভারপুল। লিগ জয় কার্যত নিশ্চিত তাদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেও শীর্ষে থেকেই শেষ করেছিল লিভারপুল। কিন্তু অতি বড় ফুটবলপ্রেমীও ভাবেননি শেষ ষোলো থেকেই ছিটকে যাবে তারা। সেই অঘটনই ঘটিয়েছে প্যারিস সাঁ জামাঁ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে টাইব্রেকারে ৪-১ ফলে জিতেছে পিএসজি। ডারউইন নুনিয়েজ এবং কার্টিস জোন্সের পেনাল্টি মিসের খেসারত দিতে হল লিভারপুলকে।

প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে জিতেছিল লিভারপুল। দ্বিতীয় লেগে ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে শুরু করে তারা। ম্যাচের ৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন মহম্মদ সালাহ। তবে লিভারপুল ডিফেন্সের ভুলের জন্য খেলার গতির বিরুদ্ধে গোল পায় পিএসজি। ১২ মিনিটের মাথায় ডান দিক থেকে ব্র্যাডি বার্কোলার বক্সে বাড়ানো পাস ক্লিয়ার করতে ব্যর্থ হন ইব্রাহিমা কোনাতে। সেই বল ধরে গোল করতে ভুল করেননি ওসমানে দেম্বেলে।

এরপর দুই দল অনেক শট নিলেও গোল হয়নি। গোটা ম্যাচে সেভাবে প্রভাব ফেলতে পারেননি লিভারপুলের তারকা উইঙ্গার মো সালাহ। দলের হয়ে গোলের মুখ খুলতে ব্যর্থ হন দিয়োগো জোতা, লুইস দিয়াজ়, ম্যাক অ্যালিস্টাররা। প্রথম লেগে দুর্দান্ত খেলেছিলেন লিভারপুলের গোলকিপার অ্যালিসন। আজ পিএসজির হয়ে সেটাই করলেন গিয়ানলুইজি দোন্নারুমা।এরপর দুই দল অনেক শট নিলেও গোল হয়নি। গোটা ম্যাচে সেভাবে প্রভাব ফেলতে পারেননি লিভারপুলের তারকা উইঙ্গার মো সালাহ। দলের হয়ে গোলের মুখ খুলতে ব্যর্থ হন দিয়োগো জোতা, লুইস দিয়াজ়, ম্যাক অ্যালিস্টাররা। প্রথম লেগে দুর্দান্ত খেলেছিলেন লিভারপুলের গোলকিপার অ্যালিসন। আজ পিএসজির হয়ে সেটাই করলেন গিয়ানলুইজি দোন্নারুমা।

নির্ধারিত ৯০ মিনিটের পর, দুই লেগ মিলিয়ে ম্যাচের ফল ১-১ থাকায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে ১২০ মিনিটের পরেও ম্যাচের ফয়সালা হয়নি। তাই টাইব্রেকারে যায় ম্যাচ। ফের একবার জ্বলে ওঠেন দোন্নারুমা।সঠিক অনুমান করে কার্টিস জোন্স এবং ডারউইন নুনিয়েজ়ের শট বাঁচিয়ে দেন এই ইতালিয়ান গোলকিপার। ৪-১ ফলে টাইব্রেকার জিতল পিএসজি। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা। এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে কোনও টাইব্রেকারে হারল লিভারপুল।

 

spot_img

Related articles

দেশে বাড়ছে বার্ড ফ্লু, একাধিক রাজ্যে সর্তকতা জারি

শীত বাড়তেই না বাড়তেই চওড়া হচ্ছে বার্ড ফ্লুর থাবা। দেশের একাধিক রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক...

যোগীরাজ্যে সরকারি হাসপাতালে নার্সিং ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে!

বিজেপি রাজ্য মানেই মহিলারা সেখানে অসুরক্ষিত, ডবল ইঞ্জিন সরকার মানেই নারী নিরাপত্তা তলানিতে- ফের প্রমাণ করলো উত্তরপ্রদেশ (Uttar...

উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ঊর্ধ্বমুখী পারদ

বছরের শুরু থেকেই শীতের (winter) আমেজ একটু একটু করে কমতে শুরু করেছে। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও তাপমাত্রার...

আজ বারুইপুরে অভিষেকের সভায় ক্রস র‍্যাম্প স্টাইলে তৈরি মঞ্চ, জনপ্লাবনের সম্ভাবনায় সতর্ক প্রশাসন

ছাব্বিশের শুরুতেই নির্বাচনী প্রস্তুতির ময়দানে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী...