Saturday, December 13, 2025

প্রিমিয়ার লিগে টাইব্রেকারে লিভারপুলকে ছিটকে দিল পিএসজি

Date:

Share post:

প্রিমিয়ার লিগে শীর্ষে আছে লিভারপুল। লিগ জয় কার্যত নিশ্চিত তাদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেও শীর্ষে থেকেই শেষ করেছিল লিভারপুল। কিন্তু অতি বড় ফুটবলপ্রেমীও ভাবেননি শেষ ষোলো থেকেই ছিটকে যাবে তারা। সেই অঘটনই ঘটিয়েছে প্যারিস সাঁ জামাঁ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে টাইব্রেকারে ৪-১ ফলে জিতেছে পিএসজি। ডারউইন নুনিয়েজ এবং কার্টিস জোন্সের পেনাল্টি মিসের খেসারত দিতে হল লিভারপুলকে।

প্রথম লেগের ম্যাচে ১-০ গোলে জিতেছিল লিভারপুল। দ্বিতীয় লেগে ঘরের মাঠ অ্যানফিল্ডে শুরু থেকেই আক্রমণাত্মক ছন্দে শুরু করে তারা। ম্যাচের ৪ মিনিটে সহজ সুযোগ নষ্ট করেন মহম্মদ সালাহ। তবে লিভারপুল ডিফেন্সের ভুলের জন্য খেলার গতির বিরুদ্ধে গোল পায় পিএসজি। ১২ মিনিটের মাথায় ডান দিক থেকে ব্র্যাডি বার্কোলার বক্সে বাড়ানো পাস ক্লিয়ার করতে ব্যর্থ হন ইব্রাহিমা কোনাতে। সেই বল ধরে গোল করতে ভুল করেননি ওসমানে দেম্বেলে।

এরপর দুই দল অনেক শট নিলেও গোল হয়নি। গোটা ম্যাচে সেভাবে প্রভাব ফেলতে পারেননি লিভারপুলের তারকা উইঙ্গার মো সালাহ। দলের হয়ে গোলের মুখ খুলতে ব্যর্থ হন দিয়োগো জোতা, লুইস দিয়াজ়, ম্যাক অ্যালিস্টাররা। প্রথম লেগে দুর্দান্ত খেলেছিলেন লিভারপুলের গোলকিপার অ্যালিসন। আজ পিএসজির হয়ে সেটাই করলেন গিয়ানলুইজি দোন্নারুমা।এরপর দুই দল অনেক শট নিলেও গোল হয়নি। গোটা ম্যাচে সেভাবে প্রভাব ফেলতে পারেননি লিভারপুলের তারকা উইঙ্গার মো সালাহ। দলের হয়ে গোলের মুখ খুলতে ব্যর্থ হন দিয়োগো জোতা, লুইস দিয়াজ়, ম্যাক অ্যালিস্টাররা। প্রথম লেগে দুর্দান্ত খেলেছিলেন লিভারপুলের গোলকিপার অ্যালিসন। আজ পিএসজির হয়ে সেটাই করলেন গিয়ানলুইজি দোন্নারুমা।

নির্ধারিত ৯০ মিনিটের পর, দুই লেগ মিলিয়ে ম্যাচের ফল ১-১ থাকায়, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে ১২০ মিনিটের পরেও ম্যাচের ফয়সালা হয়নি। তাই টাইব্রেকারে যায় ম্যাচ। ফের একবার জ্বলে ওঠেন দোন্নারুমা।সঠিক অনুমান করে কার্টিস জোন্স এবং ডারউইন নুনিয়েজ়ের শট বাঁচিয়ে দেন এই ইতালিয়ান গোলকিপার। ৪-১ ফলে টাইব্রেকার জিতল পিএসজি। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা। এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে কোনও টাইব্রেকারে হারল লিভারপুল।

 

spot_img

Related articles

চাপের মধ্যে BLO-র দায়িত্ব: এবার শিক্ষকদের শিক্ষকতায় ফেরার বার্তা ব্রাত্যর

শুক্রবারও রাজ্যের শিক্ষকদের একটি শ্রেণি যাঁরা বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা প্রতিবাদ করেন নির্বাচনে কমিশনের (Election Commission) চাপানো কাজের...

‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

অপরাধী আর নিরপরাধ। প্রমাণ করতেই বহু মানুষের জীবনের অমূল্য বহু সময় কেটে যায় গারদের ওপারে। এপারে বসে অপেক্ষা...

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...

ফর্ম ডিজিটাইজেশন মাত্র ৭৫ শতাংশের কাছে বহু জেলা: বয়সকে অসংগতি ধরছে কমিশন

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজ্যে ইনিউমারেশন ফর্ম ডিজিটাইজেশনের কাজ ৯৯.৯৬ শতাংশ সম্পূর্ণ হয়েছে। অথচ কমিশনের তথ্যে স্পষ্ট, একাধিক...