পৃথিবীর মাটিতে পা রাখতে আর আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে না নাসার দুই নভোচর সুনীতা উইলিয়ামস- বুচ উইলমোরকে। ভারতীয় সময় বৃহস্পতিবার ভোরে কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্সের ফ্যালকন নাইন (Falcon9) রকেট ওড়ার কথা। শোনা যাচ্ছে চলতি সপ্তাহের শেষেই মহাকাশ থেকে প্রত্যাবর্তন করবেন দুজনে। সব ঠিক থাকলে আগামী ১৬ মার্চ (রবিবার) পৃথিবীতে পৌঁছতে চলেছে নাসার স্পেস এক্স (Space X)ড্রাগন স্পেসক্র্যাফট।

আট দিনের মহাকাশ সফরে গিয়ে আটমাস কাটিয়ে অবশেষে ঘরে ফেরার পালা। গত বছর বোয়িং স্টারলাইনার এয়ারক্র্যাফট দুই মহাকাশচারীকে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছে দেয়। কিন্তু এরপরই তাতে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। ফলে মহাকাশেই আটকে পড়তে হয় সুনীতা আর বুচকে। তাই এবার স্টারলাইনারের পরিবর্তে এলন মাস্কের স্পেস এক্সের উপর ভরসা রেখেছে NASA। ক্রিউ-১০-এ চড়ে তাঁরা ফিরবেন। ৯ মাস মহাকাশে কাটিয়ে সুনীতারা উইকেন্ডে পৃথিবীতে ফিরলে তৈরি হবে নয়া ইতিহাস।

–

–
–

–

–

–

–

–

–

–