Wednesday, November 12, 2025

যাদবপুর কাণ্ডে অভিযুক্তকে ‘শর্ত’সাপেক্ষে ফোন ব্যবহারের অনুমতি আদালতের

Date:

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) শিক্ষামন্ত্রীর উপর হামলার ঘটনায় অভিযুক্তকে স্বস্তি দিল না কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। উল্টে অভিযুক্তের ব্যবহৃত ফোন নিয়ে তাঁকে পুলিশের সঙ্গে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)। বুধবার এই মামলার শুনানিতে আদালত জানায় এফআইআরে ছাত্র উদ্দীপন কুণ্ডুর (Uddipan Kundu) নাম রয়েছে। তিনি পড়ুয়া বলে তাঁকে তদন্তের বাইরে রাখা হবে এমন মনে করার কিছু নেই। অভিযুক্তকে ‘শর্ত’সাপেক্ষে ফোন ব্যবহারের অনুমতি দিয়েছে কলকাতা আদালত। পাশাপাশি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে পুলিশের তদন্তে আদালত কোনও হস্তক্ষেপ করবে না।

গত ১ মার্চ ওয়েবকুপার মিটিং চলাকালীন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাম সংগঠনের তরফে হামলা করা হয়। আক্রান্ত হন ব্রাত্য বসু। এক ছাত্র নেতা জখম হয়ে হাসপাতালে ভর্তিও হন। এই গণ্ডগোলের ঘটনায় অভিযুক্ত উদ্দীপনকে জিজ্ঞাসাবাদের পরও বারবার তাঁকে ডাকা হচ্ছে অভিযোগ করে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। বুধবার ছাত্রের আইনজীবী বলেন বারবার পুলিশ তাঁর ক্লায়েন্টের ফোন চেয়ে পাঠাচ্ছে। যেহেতু সুপ্রিম কোর্ট মোবাইলকে ব্যক্তিগত ডিভাইস হিসেবে চিহ্নিত করেছে, তা হলে কেন মোবাইল দিতে হবে? পুলিশ হেনস্থা করার জন্যই এইসব করছে বলে তিনি অভিযোগ করেন। বিচারপতি ঘোষ জানিয়েছেন, ওই ছাত্রকে আর যেন মোবাইল না কিনতে হয়, তা নিশ্চিত করবে পুলিশ। কিন্তু অভিযুক্ত ছাত্রকেও পুলিশের সঙ্গে তদন্তে মোবাইল নিয়েই সহযোগিতা করতে হবে।

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version