Tuesday, November 4, 2025

দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলন শুরু হলেই রাজ্যে চিরতরে মিটবে বিদ্যুতের সমস্যা, জানালেন বিদ্যুৎমন্ত্রী

Date:

দেউচা পাঁচামি খনি থেকে কয়লা পাওয়া গেলে রাজ্যে বিদ্যুতের সমস্যা চিরতরে মিটে যাবে। পাশাপাশি ইউনিট পিছু দামও কমবে বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস। বিদ্যুৎ দফতরের আগামী অর্থ বর্ষের ৪ হাজার ১১৬ কোটি ৭০ লক্ষ টাকার বাজেট বরাদ্দ পেশ করে তিনি জানান, ইতিমধ্যেই এরাজ্যে বিদ্যুতের দাম বিজেপি শাসিত সব ডবল ইঞ্জিন রাজ্যের তুলনায় কম।

পরিসংখ্যান পেশ করে মন্ত্রী বলেন, ”বিদ্যুতের দামে আমরা ১৭ তম। ডবল ইঞ্জিন সরকারের থেকেও আমরা কম, বামপন্থীদের কেরলের থেকেও কম।কয়লার দাম বাড়লেও মমতা বন্দ্যোপাধ্যায় এক পয়সা বৃদ্ধি করেননি। কেবল কুৎসা করে যাচ্ছে বিরোধীরা। মুখ্যমন্ত্রীর লক্ষ্য, মানুষের উপর বোঝা না চাপানো। দেউচা পাচামিতে উৎপাদন শুরু হলে আরও দাম কমবে বিদ্যুতের।

এদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিদ্যুতের লো ভোল্টেজের সমস্যা মেটাতে বিদ্যুৎ দফতর বদ্ধ পরিকর বলে জানিয়েছেন বিদ্যুৎমন্ত্রী। এজন্য উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে বলে বিদ্যুৎমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেনন ইতিমধ্যে রাজ্যে বিভিন্ন জেলা মিলিয়ে মোট ৯৩৬ টি সাব স্টেশন রয়েছে। আরো ৫০ টি সাব স্টেশনের কাজ চলছে। যেগুলি তৈরির কাজ শেষ হলে লো ভোল্টেেজর সমস্যা অনেকটাই মিটে যাবে। একই সঙ্গে তিনি পরিসংখ্যান তুলে ধরে তিনি বিদ্যুৎ সরবরাহ ক্ষেত্রে ব্যাপক উন্নয়নের দাবি জানান। তৃণমূল কংগ্রেস বিধায়ক শ্যামল মন্ডলের দেওয়া প্রস্তাবের প্রেক্ষিতে মন্ত্রী বলেন, ঝড়খালিতে নতুন সাব স্টেশন তৈরির জন্য জমি চিহ্নিত করণের কাজ চলছে। জমি পেলেই কাজ শুরু করা হবে। বিধায়ক অপূর্ব সরকারের প্রস্তাবের প্রেক্ষিতে বিদ্যুৎমন্ত্রী জানান, কৃষিকাজে সেচের কাজের জন্য ৫০ কোটি টাকা খরচ করা হবে। বিদ্যুৎমন্ত্রী বলেন, বিভিন্ন বিদ্যুৎ চালিত গাড়ির চার্জের জন্য সারা রাজ্য জুড়ে সাতশো ৬৩ টি ইভি চার্জিং স্টেশন তৈরি হয়েছে। আগামী অর্থ বর্ষে আরও ১৮৮ টি ইভি চার্জিং স্টেশনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের থেকে বিপুল পরিমাণ অর্থ বকেয়া রয়েছে বলেও বিদ্যুৎমন্ত্রী অভিযোগ করেন। তবে কেন্দ্রীয় সরকারের বকেয়া অর্থ না পেলেও বিদ্যুৎ উন্নয়নের কাজ থমকে যাবে না, আগামী দিনে এই রাজ্য দেশের অন্যান্য রাজ্যে বিদ্যুৎ দেবে।

আরও পড়ুন- দোল-হোলিতে নিজের লেখা-সুর করা গান পোস্ট করে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী...

Push-up-এ বাজিমাৎ! মঞ্চে সবাইকে হারালেন অভিষেক

তাঁর জিমি ওয়াক আউট করার ছবি আগেই পোস্ট করেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)।...

এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

বাংলা বিরোধী বিজেপির চক্রান্তে ভোটার তালিকা থেকে বাদ পড়ার আশঙ্কা বাংলার লক্ষ লক্ষ মানুষের। সেই আতঙ্কে এখনও পর্যন্ত...

এসআইআর মামলায় দ্রুত শুনানির আর্জি ফেরাল হাই কোর্ট 

ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ মামলার দ্রুত শুনানির আবেদন মঙ্গলবারও খারিজ করল...
Exit mobile version