Thursday, August 21, 2025

আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’! ক্রিপ্টোকারেন্সি অপরাধী সিবিআই-কেরালা পুলিশের জালে

Date:

Share post:

আমেরিকায় তার নামের পাশে লেখা ছিল ‘ওয়ান্টেড’। র্যা নসমওয়্যার-সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের জন্য অর্থ পাচার করতে ‘গ্যারান্টেক্স’ নামে এক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ তৈরি করেছিলেন তিনি। বুধবার, সিবিআই এবং কেরালা পুলিশের একটি যৌথ দল গ্রেফতার করল লিথুয়ানিয়ান নাগরিক আলেকসেজ বেসিয়োকোভ-কে।পুলিশ জানিয়েছে, ভারত থেকে পালানোর ছক কষেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ভেস্তে যায়। ভারত ছেড়ে পালানোর চেষ্টা করতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

মার্কিন সিক্রেট সার্ভিসের নথি অনুসারে, ২০১৯ সাল থেকে গ্যারান্টেক্স-কে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে বেসিয়োকোভ। সে-ই গ্যারান্টেক্সের প্রযুক্তিগত প্রশাসক ছিল। সন্ত্রাসবাদী সংগঠন-সহ বিভিন্ন আন্তর্জাতিক অপরাধী সংগঠনগুলি গ্যারান্টেক্স-এর মাধ্যমে কমপক্ষে ৯৬০০ কোটি মার্কিন ডলারের লেনদেন করেছে। তার এই উদ্যোগ ক্রিপ্টোকারেন্সি লেনদেনকে সহজতর করেছে ।সিক্রেট সার্ভিসের অভিযোগপত্র বলছে বেসিয়োকোভের বিরুদ্ধে অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। মার্কিন আইনে এর সর্বোচ্চ সাজা ২০ বছরের কারাদণ্ড। আন্তর্জাতিক অর্থনৈতিক জরুরি অবস্থা আইন লঙ্ঘনের ষড়যন্ত্রের অভিযোগও করা হয়েছে। এর সর্বোচ্চ সাজাও ২০ বছরের কারাদণ্ড। এ ছাড়া লাইসেন্সবিহীন অর্থ প্রেরণ ব্যবসা চালানোর ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে। এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা পাঁচ বছরের কারাদণ্ড।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, আমেরিকার অনুরোধে, ১৯৬২ সালের প্রত্যর্পণ আইনের অধীনে ২০২৫ সালের ১০ মার্চ দিল্লির এসিজেএম পাতিয়ালা হাউস কোর্ট থেকে বেসিয়োকোভের বিরুদ্ধে একটি অস্থায়ী গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বিদেশ মন্ত্রক। এর পরই বেসিয়োকোভকে গ্রেফতারের জন্য সিবিআই এবং কেরালা পুলিশ যৌথ দল তৈরি করে।তিনি আরও জানিয়েছেন, মার্কিন প্রদেশ ভার্জিনিয়ার পূর্ব জেলা আদালত বেসিয়োবকোভের বিরুদ্ধে ‘ওয়ান্টেড’ নোটিশ জারি করা হয়েছিল।

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...