Sunday, January 11, 2026

আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’! ক্রিপ্টোকারেন্সি অপরাধী সিবিআই-কেরালা পুলিশের জালে

Date:

Share post:

আমেরিকায় তার নামের পাশে লেখা ছিল ‘ওয়ান্টেড’। র্যা নসমওয়্যার-সহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপের জন্য অর্থ পাচার করতে ‘গ্যারান্টেক্স’ নামে এক ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ তৈরি করেছিলেন তিনি। বুধবার, সিবিআই এবং কেরালা পুলিশের একটি যৌথ দল গ্রেফতার করল লিথুয়ানিয়ান নাগরিক আলেকসেজ বেসিয়োকোভ-কে।পুলিশ জানিয়েছে, ভারত থেকে পালানোর ছক কষেছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেই পরিকল্পনা ভেস্তে যায়। ভারত ছেড়ে পালানোর চেষ্টা করতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

মার্কিন সিক্রেট সার্ভিসের নথি অনুসারে, ২০১৯ সাল থেকে গ্যারান্টেক্স-কে নিয়ন্ত্রণ ও পরিচালনা করে বেসিয়োকোভ। সে-ই গ্যারান্টেক্সের প্রযুক্তিগত প্রশাসক ছিল। সন্ত্রাসবাদী সংগঠন-সহ বিভিন্ন আন্তর্জাতিক অপরাধী সংগঠনগুলি গ্যারান্টেক্স-এর মাধ্যমে কমপক্ষে ৯৬০০ কোটি মার্কিন ডলারের লেনদেন করেছে। তার এই উদ্যোগ ক্রিপ্টোকারেন্সি লেনদেনকে সহজতর করেছে ।সিক্রেট সার্ভিসের অভিযোগপত্র বলছে বেসিয়োকোভের বিরুদ্ধে অর্থ পাচারের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। মার্কিন আইনে এর সর্বোচ্চ সাজা ২০ বছরের কারাদণ্ড। আন্তর্জাতিক অর্থনৈতিক জরুরি অবস্থা আইন লঙ্ঘনের ষড়যন্ত্রের অভিযোগও করা হয়েছে। এর সর্বোচ্চ সাজাও ২০ বছরের কারাদণ্ড। এ ছাড়া লাইসেন্সবিহীন অর্থ প্রেরণ ব্যবসা চালানোর ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে। এই ক্ষেত্রে সর্বোচ্চ সাজা পাঁচ বছরের কারাদণ্ড।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, আমেরিকার অনুরোধে, ১৯৬২ সালের প্রত্যর্পণ আইনের অধীনে ২০২৫ সালের ১০ মার্চ দিল্লির এসিজেএম পাতিয়ালা হাউস কোর্ট থেকে বেসিয়োকোভের বিরুদ্ধে একটি অস্থায়ী গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল বিদেশ মন্ত্রক। এর পরই বেসিয়োকোভকে গ্রেফতারের জন্য সিবিআই এবং কেরালা পুলিশ যৌথ দল তৈরি করে।তিনি আরও জানিয়েছেন, মার্কিন প্রদেশ ভার্জিনিয়ার পূর্ব জেলা আদালত বেসিয়োবকোভের বিরুদ্ধে ‘ওয়ান্টেড’ নোটিশ জারি করা হয়েছিল।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...