Monday, August 25, 2025

হিন্দিতে রবীন্দ্রসংগীত গাইতে ৩ কোটি চাইলেন অরিজিৎ! বিস্মিত বাবুল

Date:

আপাতদৃষ্টিতে খুব সাদামাটা জীবনযাত্রায় অভ্যস্ত বলিউড শিল্পী অরিজিৎ সিং (Arijit Singh) নাকি অন্য ভাষায় রবীন্দ্রসংগীত (Rabindra Sangeet) গাইতে তিন কোটি টাকা পারিশ্রমিক দাবি করেছেন! খবর শুনে চোখ কপালে উঠেছে আরেক গায়ক বাবুল সুপ্রিয়র (Babul Supriyo)। হলিউডের মার্টিন গ্যারিক্স, এড শিরানের মতো আন্তর্জাতিক খ্যাতনামাসম্পন্ন শিল্পীরা যাঁর সান্নিধ্য পেতে বিদেশ থেকে বাংলার মুর্শিদাবাদে এসে হাজির হন, সেই গায়কের মিষ্টি স্বভাব আর অতি সাধারণ জীবনধারণ এতদিন ধরে সোশ্যাল মিডিয়ার চর্চা ছিল। কিন্তু এবার গায়ক যেটা করলেন সেটা সত্যিই অবিশ্বাস্য। বিষয়টি জানতে পেরেই বিস্মিত বাবুল সুপ্রিয়।

মুম্বইয়ের এক খ্যাতনামা সংস্থার তরফে রবীন্দ্রসঙ্গীতের একটি হিন্দি অ্যালবাম রিলিজ করার জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কবিগুরুর গান গাওয়ার জন্য ডাক পড়েছে শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), অরিজিৎ সিং (Arijit Singh), বাবুল সুপ্রিয় (Babul Supriyo), মধুমন্তি বাগচীদের (Madhubanti Bagchi)। বলিউড সূত্রে খবর সেই অ্যালবামের জন্যই অরিজিৎ সিংয়ের একটি একক এবং আরেকটি ডুয়েট গান গাওয়ার কথা ছিল। এরপরই গায়কের ম্যানেজার জানিয়েছেন হিন্দি ভাষায় রবীন্দ্রগীতির জন্য অরিজিৎ এক একটি গানের জন্য দেড় কোটি টাকা করে পারিশ্রমিক চান। এই কথা জানতে পেরে অবাক বাবুল (Babul Supriyo)। সংবাদমাধ্যমের সামনে তিনি বলেন, ‘অরিজিৎকে খুব সাদামাটা বলেই জানি। সেদিক থেকে বাঙালি হিসেবে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য এক একটি গানে ওঁর দেড় কোটি টাকা পারিশ্রমিক চাওয়া, আমার কাছে অনুচিত বলেই মনে হয়েছে।’ বাকি শিল্পীদের নিয়ে অবশ্য কোনও বিতর্ক নেই কারণ তাঁরা তুলনামূলক অনেক কম পারিশ্রমিকেই রাজি হয়েছেন বলে গায়ক কথা তৃণমূল বিধায়ক জানিয়েছেন। শেষ খবর পাওয়া অনুযায়ী, প্রযোজনার সংস্থা অরিজিৎকে টাকার অংক কমানোর জন্য অনুরোধ করলেও এখনও পর্যন্ত পদ্মশ্রী গায়ক রাজি হননি বলেই জানা গেছে।

 

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version