Saturday, July 5, 2025

হায়দরাবাদের ওসমানিয়া গোদাবরী ছাত্রাবাসের খাবারে ব্লেড, উত্তপ্ত কলেজ চত্বর

Date:

Share post:

এই প্রথম না, আগেও খাবারে পোকা পাওয়া গিয়েছিল। এবার খাবারের মধ্যে পাওয়া গিয়েছে ব্লেড। হায়দরাবাদের ওসমানিয়া গোদাবরী ছাত্রাবাসের এমন ঘটনার পর বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ শুরু করলেন পড়ুয়ারা।

পড়ুয়াদের অভিযোগ, তাঁদের সুরক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনরকম চিন্তা নেই। আগে খাবারে পোকা পাওয়া গিয়েছিল। বারবার বলা হলেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার খাবারের মধ্যে ব্লেড পাওয়া নিয়ে উত্তেজনা তুঙ্গে। ঘটনার পর থেকে নিরাপত্তার অভাবে ভুগছেন পড়ুয়ারা। নজরে না পড়লে যেকোন মুহূর্তে ঘটে যেতে পারত ভয়ানক কোন ঘটনা।

খাবারে ব্লেড পাওয়া যেতেই পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রধান রাস্তা অবরোধ করে। হাতে থালা-বাটি নিয়ে রাস্তায় বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেয় তারা। মাসে তিন হাজার টাকা দিতে হয় একেকজনকে খাবারের জন্য। বিশাল কোন আয়োজন না থাকলেও সামান্য ডালভাত পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যাবে এটুকুই তাদের দাবি। তাঁদের অভিযোগ, খেতে বসলে চোখে চশমা বা আতশকাচ নিয়ে না বসলেই পেটে চলে যেতে পারে ভয়ানক কিছু। বুধবার রাতভর বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।

এরপর উপাচার্য এবং প্রধান ওয়ার্ডেন-সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পড়ুয়ারা। তারা জানিয়েছে দু’দিন আগে বাধাকপির তরকারিতে কেঁচো পাওয়া গিয়েছিল। কয়েকদিন আগে খাবারে কাচের টুকরো পাওয়া গিয়েছিল। বারংবার প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। গত বছর খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছিল পড়ুয়ারা। সেবার খাবারের মধ্যে কেন্নো পাওয়া যায়, যা খেয়ে প্রায় ১০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন- হিন্দিতে রবীন্দ্রসংগীত গাইতে ৩ কোটি চাইলেন অরিজিৎ! বিস্মিত বাবুল

spot_img

Related articles

খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ, পড়ুয়াদের জন্য একাধিক নির্দেশিকা

শিক্ষা দফতরের অনুমতি ছাড়াই প্রশাসনিক তদন্তের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল সাউথ ক্যালকাটা ল কলেজ (South Calcutta...

ফেরার পালা জগন্নাথের, দিঘায় রথের রশিতে টানের অপেক্ষায় লক্ষাধিক ভক্ত

একদিকে ভক্তদের জন্য যথাযথ ব্যবস্থা, অন্যদিকে উপযুক্ত নিরাপত্তা। একদিকে পূজা অর্চনা থেকে আচারবিধি, অন্যদিকে অগণিত ভক্তের (devotees) প্রসাদ...

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...