Friday, November 7, 2025

খুলছে সাউথ ক্যালকাটা ল কলেজ, পড়ুয়াদের জন্য একাধিক নির্দেশিকা

Date:

Share post:

শিক্ষা দফতরের অনুমতি ছাড়াই প্রশাসনিক তদন্তের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হয়েছিল সাউথ ক্যালকাটা ল কলেজ (South Calcutta Law College)। সোমবার থেকে সেই কলেজ খোলার বিজ্ঞপ্তি (notification) জারি হল। পড়ুয়াদের স্বার্থেই প্রশাসনিক নির্দেশ মেনেই খোলা হবে কলেজ।

ছাত্রীকে কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগের পর থেকেই তদন্তের স্বার্থে বন্ধ করে দেওয়া হয় সাউথ ক্যালকাটা ল কলেজ। কলকাতা পুলিশের অনুমতি ছাড়া কলেজে প্রবেশে জারি হয় নিষেধাজ্ঞা। সেই সময়ই কলেজের পড়ুয়াদের কলেজে আসা থেকে বিরত রাখতে অনির্দিষ্ট কালের জন্য কলেজ বন্ধ থাকার বিজ্ঞপ্তি জারি করা হয়।

তবে কলেজ কর্তৃপক্ষের এই বিজ্ঞপ্তিতে বিরক্তি প্রকাশ করেন খোদ শিক্ষামন্ত্রী। কলেজ পড়ুয়ারা কলেজের বাইরে এসে কলেজ খোলার দাবি জানাতে থাকে। এরপরই বৈঠকে বসে কলেজের পরিচালন সমিতি (governing body)। ফের শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে সোমবার থেকে কলেজ খোলার কথা জানানো হয়।

কলেজ খুললেও পুলিশি নির্দেশ মেনে জারি থাকছে একাধিক নিষেধাজ্ঞা। হাইকোর্টের নির্দেশমতো খুলবে না কলেজের ছাত্র সংসদের ঘর। পুলিশি তদন্তের স্বার্থে খোলা থাকবে না নিরাপত্তা রক্ষীর ঘর। কলেজে মোতায়েন থাকবে কড়া পুলিশি ঘেরাটোপ। একদিকে ফর্ম ফিলাপ চলবে, অন্যদিকে পঠন পাঠনের কাজও চলবে। পরিচালন সমিতির (governing body) সদস্যরা প্রথমদিন কলেজ খোলার সময় উপস্থিত থেকে সরেজমিনে দেখবেন পড়ুয়াদের সমস্যার সংক্রান্ত বিষয়গুলি।

আরও পড়ুন: ফেরার পালা জগন্নাথের, দিঘায় রথের রশিতে টানের অপেক্ষায় লক্ষাধিক ভক্ত

সেই সঙ্গে পড়ুয়াদের জন্যও জারি থাকছে ক্যাম্পাসে একাধিক বিধিনিষেধ। সোমবার থেকে কলেজের প্রবেশ ও কলেজ থেকে বেরোনোর সময় কড়াভাবে মানা হবে। সকাল ৮টা থেকে বেলা ২টো পর্যন্ত খোলা থাকবে কলেজ। ২টোর সময় নবনিযুক্ত নিরাপত্তা আধিকারিক বরুণ মাহালি কলেজ পরীক্ষা করে তালা লাগিয়ে দেবেন। সোমবার প্রথম সেমেস্টারের পড়ুয়ারা ফর্ম ফিলাপ করবে। চতুর্থ, ষষ্ঠ ও অষ্টম সেমেস্টারের (semester) পড়ুয়াদের পঠন পাঠন হবে। তবে প্রত্যেক পড়ুয়াকে নিজেদের যথাযথ কলেজ আই কার্ড নিয়ে কলেজের গেটে দেখিয়ে প্রবেশ করতে হবে। কোনও কাজ ছাড়া কলেজে পড়ুয়ারা প্রবেশ করতে পারবে না, জানানো হয় বিজ্ঞপ্তিতে।

spot_img

Related articles

দুর্যোগ পরিস্থিতি পর্যালোচনা: আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

ভয়াবহ দুর্যোগ পেরিয়ে মাথা তুলে দাঁড়ানোর পর্যায়ে উত্তরবঙ্গ। রাজ্য প্রশাসন ও স্থানীয় প্রশাসনের লাগাতার পরিষেবা ও পদক্ষেপে যোগাযোগ...

তালিকায় নাম নেই! কেউ স্ত্রীর জন্য, কেউবা বিএলও-র সামনেই প্রাণ দিলেন

রাজ্যের হাজার হাজার মানুষের নাম নেই ২০০২ সালের ভোটার তালিকায়। ইতিমধ্যেই রাজ্যের একাধিক জেলায় আতঙ্কে কেউ আত্মঘাতী, কেউবা...

শিলিগুড়িতে উৎসবের মেজাজেই সোনার মেয়েকে বরণ, নিজের অনুভূতির কথা জানালেন আপ্লুত রিচা

বিগত কয়েক বছর ধরেই পুরুষ এবং মহিলা ক্রিকেটের মধ্যে ব্যবধান একটু একটু কমছে। আইসিসি বিশ্বকাপ জিতে ভারতীয় ক্রিকেটেই...

পথশ্রী প্রকল্প বেনিয়ম বরদাস্ত নয়: স্পষ্ট নির্দেশ মুখ্যসচিবের

পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তাগুলির মান বজায় রাখতে জেলা প্রশাসনকে কড়া নির্দেশ দিলেন মুখ্য সচিব মনোজ পন্থ। শুক্রবার...