Sunday, November 23, 2025

হায়দরাবাদের ওসমানিয়া গোদাবরী ছাত্রাবাসের খাবারে ব্লেড, উত্তপ্ত কলেজ চত্বর

Date:

Share post:

এই প্রথম না, আগেও খাবারে পোকা পাওয়া গিয়েছিল। এবার খাবারের মধ্যে পাওয়া গিয়েছে ব্লেড। হায়দরাবাদের ওসমানিয়া গোদাবরী ছাত্রাবাসের এমন ঘটনার পর বিশ্ববিদ্যালয় চত্বরে বিক্ষোভ শুরু করলেন পড়ুয়ারা।

পড়ুয়াদের অভিযোগ, তাঁদের সুরক্ষা নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনরকম চিন্তা নেই। আগে খাবারে পোকা পাওয়া গিয়েছিল। বারবার বলা হলেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। তবে এবার খাবারের মধ্যে ব্লেড পাওয়া নিয়ে উত্তেজনা তুঙ্গে। ঘটনার পর থেকে নিরাপত্তার অভাবে ভুগছেন পড়ুয়ারা। নজরে না পড়লে যেকোন মুহূর্তে ঘটে যেতে পারত ভয়ানক কোন ঘটনা।

খাবারে ব্লেড পাওয়া যেতেই পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ে ঢোকার প্রধান রাস্তা অবরোধ করে। হাতে থালা-বাটি নিয়ে রাস্তায় বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দেয় তারা। মাসে তিন হাজার টাকা দিতে হয় একেকজনকে খাবারের জন্য। বিশাল কোন আয়োজন না থাকলেও সামান্য ডালভাত পরিষ্কার পরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যাবে এটুকুই তাদের দাবি। তাঁদের অভিযোগ, খেতে বসলে চোখে চশমা বা আতশকাচ নিয়ে না বসলেই পেটে চলে যেতে পারে ভয়ানক কিছু। বুধবার রাতভর বিক্ষোভ দেখায় পড়ুয়ারা।

এরপর উপাচার্য এবং প্রধান ওয়ার্ডেন-সহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পড়ুয়ারা। তারা জানিয়েছে দু’দিন আগে বাধাকপির তরকারিতে কেঁচো পাওয়া গিয়েছিল। কয়েকদিন আগে খাবারে কাচের টুকরো পাওয়া গিয়েছিল। বারংবার প্রতিবাদ করেও কোন লাভ হয়নি। গত বছর খাবারের মান নিয়ে প্রশ্ন তুলে বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ দেখিয়েছিল পড়ুয়ারা। সেবার খাবারের মধ্যে কেন্নো পাওয়া যায়, যা খেয়ে প্রায় ১০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন- হিন্দিতে রবীন্দ্রসংগীত গাইতে ৩ কোটি চাইলেন অরিজিৎ! বিস্মিত বাবুল

spot_img

Related articles

 ‘ব্ল্যাক টাইগার’-এর অজানা কাহিনি: এক ভারতীয় বীরের জীবনসংগ্রাম

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরের এক ধুলোমাখা শহরে ১৯৫২ সালে জন্মেছিল এক সাধারণ ছেলে—রাভিন্দ্র কৌশিক। স্কুল-কলেজে নাচ, নাটক, অভিনয়ে সবার...

 সরকার বাড়িতে উৎসবের রঙ! আইবুড়ো ভাতে আবেগে ভাসলেন মৌবনী

৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের...

স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

বিহারের মন্ত্রিসভা গঠনের পর দফতর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দশম বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের...

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...