অভিষেকের মেগা বৈঠকে আমন্ত্রিত সাংসদ থেকে রাজ্য কমিটি, জেলার শীর্ষনেতৃত্বও

তালিকা থেকে ভূতুড়ে ভোটার তাড়াতে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrejee) মেগা বৈঠকে আমন্ত্রিত রাজ্য কমিটি, সাংসদ, বিধায়ক, পুরপিতা, জেলা সভাপতি, সভাধিপতি, চেয়ারম্যান-সহ শীর্ষনেতৃত্ব। শনিবার, ভার্চুয়াল বৈঠক করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

ভূতুড়ে ভোটার তাড়াতে কড়া বার্তা দিয়েছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তালিকায় সাফাইয়ে গড়ে দিয়েছেন কমিটি। জরুরি কাজ থাকায় সেই কমিটির ৬ মার্চের বৈঠকে থাকতে পারেননি তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ওইদিনই বৈঠকের শেষে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকসি জানান, ১৫ মার্চ দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন সাধারণ সম্পাদক। ভিডিও কনফারেন্সিংয়ে বৈঠক হবে। কিন্তু হোলি উৎসব থাকায় পরে ওই বৈঠকেরই দিন বদল করে ১৬ তারিখ করা হয়। কিন্তু সূত্রের খবর রবিবার তৃণমূল নেতৃত্বের জনসংযোগের কাজ থাকায় ১৬ তারিখের বদলে ফের শনিবারই বৈঠকের কথা জানানো হয়। এই বৈঠকে রাজ্য কমিটি, সাংসদ, বিধায়ক, পুরপিতা, জেলা সভাপতি, সভাধিপতি, চেয়ারম্যান-সহ শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও খবর: আধার নম্বর ব্যবহার করে পাসপোর্ট জালিয়াতি, শিয়ালদহ থেকে গ্রেফতার বাগুইআটির বাসিন্দা

২৭ ফেব্রুয়ারি নেতাজি ইনডোর স্টেডিয়ামে তৃণমূলের মেগা সভায় ভোটার তালিকায় ভূতুড়ে ভোটার নিয়ে তথ্য প্রমাণ দিয়ে বিস্ফোরক অভিযোগ করেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার লিস্ট পরিষ্কার করতে কমিটি গড়ে দেন তিনি। সুব্রত বক্সির নেতৃত্বে রাজ্য কমিটিতে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, মালা রায়, দেবাংশু ভট্টাচার্য, জগদীশ বসুনিয়া, বাপি হালদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুমন কাঞ্জিলাল-সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। এই বিষয় নিয়ে ৬ মার্চ বৈঠকে বসেন কমিটির সদস্যরা। ১৫ মার্চ বিকেল ৪টেয় মেগাবৈঠক করবেন অভিষেক (Abhishek Banrejee)।