Sunday, August 24, 2025

জলপাইগুড়িতে বিএসএফ ক্যাম্পের ভেতরে নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত

Date:

বিএসএফ ক্যাম্পের ভেতরের আবাসনে নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ! অভিযুক্ত বিএসএফ জওয়ানের ছেলে। অভিযুক্ত সহ নাবালিকাকে উদ্ধার করল পুলিশ। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়িতে।

জানা গিয়েছে, ধূপগুড়ি মহকুমার বাসিন্দা ওই নাবালিকা গত ১১ মার্চ মঙ্গলবার একাদশ শ্রেণির পরীক্ষা দিতে বাড়ি থেকে স্কুলে যায়। বাড়িতে বলে যায় পরীক্ষা দিয়ে বান্ধবীর বাড়িতে থাকবে। এরপর গতকাল রাতে হঠাৎ ওই নাবালিকা বাড়িতে ফোন করে জানায় তাকে জলপাইগুড়ির রানীনগরের বিএসএফ ক্যাম্পের ভেতর কয়েকজন মিলে আটকে রেখেছে। একথা শোনা মাত্রই পরিবারের লোকজন রানীনগর বিএসএফ ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়। পরিবারের সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদ সদস্য মমতা বৈদ্য সরকার তিনি জলপাইগুড়ি কোতোয়ালি থানার সঙ্গে যোগাযোগ করে বিএসএফের অধিকারীদের সঙ্গে কথা বলেন। প্রথম অবস্থায় ক্যাম্পের ভেতর কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এরপর পুলিশের তরফে টাওয়ার লোকেশন ট্র্যাক করা হয়। এদিন গভীর রাত পর্যন্ত বিএসএফদের সঙ্গে পুলিশের আলোচনা হয় এবং পরবর্তীতে ক্যাম্পের ভেতর তল্লাশি শুরু হয় যদিও রাতে তাদের সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার সকালে ওই ক্যাম্পের আবাসন থেকে ওই নাবালিকা এবং বিএসএফ জওয়ানের ছেলেকে উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ।

নাবালিকার পরিবারের অভিযোগ, বিএসএফ জওয়ানের ছেলে এবং আরও কয়েকজন তাকে ক্যাম্পের আবাসনে আটকে রাখে। ওই নাবালিকাকে নেশা জাতীয় দ্রব্য সেবন করায় এবং তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বৃহস্পতিবার বিকেলে ধূপগুড়ি থানার নাবালিকার পরিবারের তরফে ওই অভিযুক্তর নামে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে কিভাবে নাবালিকা ও বিএসএফ ক্যাম্পের ভেতরে গেল এবং ছেলেটির সঙ্গে কিভাবে পরিচয় ইতিমধ্যে পুরো ‌ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে বিএসএফ ক্যাম্পের আবাসনে এই ঘটনা ঘটায় তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে নির্যাতিতা নাবালিকার বাবা।

আরও পড়ুন- বিধানসভায় স্বাধিকারভঙ্গ! বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে সতর্ক করলেন অধ্যক্ষ

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version