Thursday, November 6, 2025

শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস বিধানসভায়

Date:

শুক্রবার, রাজ্য বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুসলিম বিধায়কদের নিয়ে করা মন্তব্যের বিরুদ্ধে একটি নিন্দা প্রস্তাব গৃহীত হয়েছে। সরকারপক্ষের মুখ্য সচেতক নির্মল ঘোষ প্রস্তাবটি আনা হলে তাতে অভিযোগ করা হয়, সাংবিধানিক পদে থেকেও শুভেন্দু অধিকারী এমন মন্তব্য করে দেশের সাম্প্রদায়িক কাঠামো এবং সাধারণ স্বাভাবিক অবস্থাকে আঘাত করেছেন।

নির্মল ঘোষ আরও বলেন, ‘বিরোধী দলনেতা তাঁর মন্তব্যের মাধ্যমে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে, বিশেষ করে পবিত্র রমজান মাসে, এক ধরণের ভয়ের মনোভাব তৈরি করেছেন।’ প্রস্তাবে বিধানসভা স্পষ্টভাবে বিরোধী দলনেতার উক্ত মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে জানায় যে, জাতি, ধর্ম, লিঙ্গ এবং সামাজিক অবস্থান নির্বিশেষে সকল নাগরিকের মৌলিক অধিকার রক্ষায় সরকার সংকল্পবদ্ধ।

শুভেন্দু অধিকারী সম্প্রতি মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে তৃণমূল সরকারের বিরুদ্ধে এক বিতর্কিত মন্তব্য করেন, যেখানে তিনি বলেন, ‘তৃণমূল বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে। ওদের দলের যে সব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের চ্যাংদোলা করে ১০ মাস পরে এই রাস্তায় ফেলব।’ এই মন্তব্যের পরেই রাজ্য রাজনীতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়।

বুধবার, বিধানসভায় শুভেন্দুর ওই মন্তব্যের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব তোলা হলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘এই ধরনের মন্তব্য রাজ্য এবং দেশের ঐক্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে।’

আরও পড়ুন- জলপাইগুড়িতে বিএসএফ ক্যাম্পের ভেতরে নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার অভিযুক্ত

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version