Saturday, November 15, 2025

বিশ্ব-স্বীকৃতি! এবার আন্তর্জাতিক মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘‌স্বাস্থ্যসাথী’‌

Date:

Share post:

বিশ্বের দরবারে আগেই সেরার স্বীকৃতি পেয়েছিল বাংলার ‘‌কন্যাশ্রী’‌। বিশ্বসেরার স্বীকৃতি পেয়েছিল ‘উৎকর্ষ বাংলা’ ও ‘সবুজ সাথী’ও। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘‌স্বাস্থ্যসাথী’‌ প্রকল্পও আন্তর্জাতিক মঞ্চে স্থান করে নিল। বিরোধীদের সমস্ত কুৎসা ও অপপ্রচারকে ধুলিসাৎ করে স্বাস্থ্যসাথীর এই বিশ্ব স্বীকৃতি প্রমাণ করে দিতে চলেছে রাজ্যের সকল স্তরের মানুষের কাজে লেগেছে প্রকল্প।

বাড়ির মহিলাদের নামে স্বাস্থ্যসাথী কার্ডে যে পরিবারের সবাই বেসরকারি নার্সিংহোমে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন, তা সুস্পষ্ট হয়ে গিয়েছে। ‘‌স্বাস্থ্যসাথী’‌ প্রকল্প ক্যানসার চিকিৎসায় আর্থিক সুরাহা দিয়েছে মানুষকে। ব্রেস্ট ক্যানসার রোগীদের কেমোথেরাপি সম্পূর্ণ হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের সৌজন্যে। বাংলা প্রকল্পের এই সাফল্যের কথা উঠে এসেছে ‘দি ব্রেস্ট’ আন্তর্জাতিক জার্নালে। শুধু তাই নয়, বিশ্বসেরা চিকিৎসকদের ‘সেন্ট গ্যালেন’ আন্তর্জাতিক মঞ্চে স্বীকৃতি পেতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথীর গরিমা রাজ্য ও দেশের চৌকাঠ পেরিয়ে এবার স্পর্শ করল আন্তর্জাতিক স্বাস্থ্য ক্ষেত্রকে। নতুন গরিমায় উদ্ভাসিত হল স্বাস্থ্য সাথী প্রকল্প।

বিশ্বের অন্যতম সেরা চিকিৎসা সম্মেলন ‘সেন্ট গ্যালন ব্রেস্ট ক্যান্সার কনফারেন্স ২০২৫’ মান্যতা দিল ক্যান্সারের মতো মারণ ব্যাধির চিকিৎসায় মানুষের খরচ কমাতে স্বাস্থ্য সাথী প্রকল্পের সার্থকতাকে‌‌। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী কীভাবে রোগীদের পাশে থেকেছে এবং মাইলফলক স্থাপন করেছে, সেই গবেষণাপত্র পাঠ করতে বাংলার চিকিৎসকরা ডাক পেয়েছেন অস্ট্রিয়ায় আয়োজিত ওই সম্মেলনে। বৃহস্পতিবার বিশ্বসেরা চিকিৎসকদের উপস্থিতিতে আন্তর্জাতিক মঞ্চে তা পাঠ করা হয় ওই মঞ্চে। বিশিষ্ট অঙ্কোসার্জন ডাঃ সৌমেন দাস-সহ ৫ জন চিকিৎসকের গবেষণা ও সমীক্ষা রিপোর্ট জানানো হয়, ব্রেস্ট ক্যান্সার রোগীদের চিকিৎসার খরচ ৭০ শতাংশ কমিয়ে দিয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্প। এই প্রকল্পের জেরেই শেষ পর্যন্ত কেমো চালিয়ে নিয়ে যেতে সক্ষম হচ্ছেন রোগীরা। নয়াবাদ ও সিঁথির দুই বেসরকারি হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার রোগীদের নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছিল। এই সমীক্ষায় স্বাস্থ্যসাথী প্রকল্পের ২৪৫০ জন এবং অন্যদিকে ২৭৩৫ জন নগদে চিকিৎসা করা রোগীদের চিকিৎসার গতিপ্রকৃতি তুলনা করা হয়। মৃত্যুহার দুই ধরনের রোগীদের মধ্যেই ছিল সমান। বিশিষ্ট চিকিৎসকরা পর্যন্ত স্বীকার করে নেন, ক্যান্সারের মতো ব্যয়সাপেক্ষ চিকিৎসায় স্বাস্থ্যসাথীর ভূমিকা অপরিসীম। তাই স্বাস্থ্য সাথীর বিশ্ব স্বীকৃতি যথার্থ।

আরও পড়ুন – দোলের দিন কলকাতার ৬৬টি ঘাটে কড়া নজরদারি পুলিশের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ফের রবিবার বন্ধ বিদ্যাসাগর সেতু! কোন পথে যান চলাচল

রক্ষণাবেক্ষণের জন্য রবিবার আবার বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু (Vidyasagar Bridge)। বিকল্পপথে যান চলাচলের বিজ্ঞপ্তি দিল কলকাতা পুলিশ (Kolkata...

এজরা স্ট্রিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড! বেআইনি নির্মাণে কড়া পদক্ষেপ: জানালেন মেয়র, নিয়ম মেনে ব্যবসার বার্তা সুজিতের

সাতসকালে বিধ্বংসী অগ্নিকাণ্ড বড়বাজারের (Barobazar) এজরা স্ট্রিটের ইলেকট্রিক সামগ্রীর দোকানে। দমকলের (Fire Brigade) ২০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন (Fire)...

ক্রমশ কাজের চাপ বাড়াচ্ছে কমিশন: জেলায় জেলায় বিক্ষোভে BLO-রা

নির্বাচনী এসআইআর প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের যাতে লাইনে দাঁড়াতে না হয়, তার জন্য কমিশনের তরফে প্রতিনিধি বুথ লেভেল অফিসাররা...

গিলের চোট নিয়ে উদ্বেগ, বেশি রানের লিড নিতে ব্যর্থ ভারত

আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনেই ভারতীয় শিবিরের চোটের উদ্বেগ। শনিবার দিনের শুরুতেই ঘাড়ের ব্যাথা নিয়ে মাঠ ছাড়লেন...