Thursday, May 15, 2025

সিরিয়াল দেখে শিক্ষা! মধ্যপ্রদেশে প্রেমের ‘পথের কাঁটা’ সরিয়ে জালে যুবক

Date:

Share post:

ক্রাইম প্যাট্রোল থেকেই শিক্ষা। বিজেপি রাজ্য মধ্যপ্রদেশে স্ত্রীর বৌদির সঙ্গে প্রেমের পরিণতি পেতেই কঠোরতম সিদ্ধান্ত নিয়েই ফেললেন অভিযুক্ত নবরত্ন গুপ্ত। ৩০ বছর বয়সী সোনু গুপ্ত বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তাই সম্পর্কে শ্যালককে খুন করলেন অভিযুক্ত এই যুবক। অভিযুক্তকে মোবাইল নম্বর ট্র্যাক করে গ্রেফতার করে পুলিশ।

প্রসঙ্গত, সোনু গুপ্তের দেহ মধ্যপ্রদেশের এক কলেজের কাছে উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত নবরত্ন গুপ্ত সোনুর সম্পর্কে বোনের বর। আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানতে পারে বেশ কিছুদিন ধরেই নিয়মিত সোনুর বাড়িতে যাতায়াত করছিলেন অভিযুক্ত। বাড়িতে না ঢুকলেও মাঝে মধ্যেই চারপাশ রেইকি করেছেন ভালভাবে। পুলিশ নবরত্নের অবস্থান মুম্বইতে জানতে পেরে সেখান থেকেই তাঁকে গ্রেফতার করে। পুলিশের জেরার মুখে পরে নবরত্ন খুনের কথা শিকার করেন। জানান তাদের প্রেমে বাধা হওয়ায় সোনুকে খুন করেন তিনি। রীতিমতো পরিকল্পনা করে খুন করা হয়। নিয়মিত ক্রাইম পেট্রল দেখে খুনের পরিকল্পনা করেন তিনি এবং পুলিশের চোখে ধুলো দেওয়ার কৌশলও আয়ত্তে আনেন তবে শেষ রক্ষা হয়নি।

প্রথমে অভিযুক্ত মুম্বই থেকে ভোপাল যান। নিজের মোবাইল ফোন বন্ধ করে দেন, যাতে তাঁকে ট্র্যাক করা না যায়। এরপর এক অপরিচিত ব্যক্তির ফোন থেকে সোনুকে ফোন করে দেখা করার কথা বলেন। তদন্ত ভুল পথে চালনা করার জন্য তিনি খুনের আগে এক দোকান থেকে চুড়ি ও প্রসাধনী সামগ্রী কিনে ঘটনাস্থলে ফেলে আসেন। পুলিশের সন্দেহ সোনুর প্রেমিকার দিকে ঘোরাতেই এই পরিকল্পনা করেছিলেন তিনি। যদিও সব পরিকল্পনা ব্যর্থ হয়। সিসিটিভি ফুটেজ ও ফোনের কল রেকর্ডের মাধ্যমেই পুলিশ তাঁর কাছে পৌঁছে যায়। আপাতত পুলিশ হেফাজতে রয়েছেন তিনি।

আরও পড়ুন- সব জায়গায় সরকারি বাস চালানো সম্ভব নয়, কারণ ব্যাখ্যা পরিবহন মন্ত্রীর

spot_img

Related articles

বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ! রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ডাহা ফেল ৫১ জীবনদায়ী ওষুধ

রাজ্যের বাজারে ফের মিলল জাল ও নিম্নমানের ওষুধের হদিশ। রাজ্য ড্রাগ কন্ট্রোলের সাম্প্রতিক নমুনা পরীক্ষায় গুণমান পরীক্ষায় উত্তীর্ণ...

অ্যাক্রোপলিস মলে মাতৃত্বের জাদুতে মাতোয়ারা শহর, বিশেষ দিনে সম্মানিত হলেন মা ও সন্তানরা

“মা” শব্দটি শুধু একটিমাত্র ডাক নয়—এ এক অনুভব, এক শক্তি। সেই মাতৃত্বের জাদুকেই সম্মান জানিয়ে মাতৃ দিবস উপলক্ষে...

চেন্নাইকে টেক্কা বাংলার! মৃত্যুর মুখ থেকে রুক্মিণীকে ফিরিয়ে আনল হাওড়ার হাসপাতাল

‘উন্নত চিকিৎসা মানেই দক্ষিণ ভারত’— এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে নতুন উদাহরণ তৈরি করল হাওড়ার নারায়ণা হাসপাতাল। বাইকের ধাক্কায়...

মরণোত্তর অঙ্গদানে অনন্য দৃষ্টান্ত! চার জনকে নতুন জীবন দিলেন জয়েশ 

মৃত্যুর পরেও চারটি প্রাণে জীবনপ্রদীপ জ্বালিয়ে দিয়ে গেলেন দমদমের কাশিপুরের যুবক জয়েশ লক্ষ্মীশঙ্কর জয়সওয়াল। মাত্র ২৫ বছর বয়সে...