Tuesday, November 4, 2025

রাত পোহালেই দোল ও হোলি উৎসবে মাতবে গোটা কলকাতা। এই দিনে অনেকে মদ্যপান বা অন্য নেশা করে থাকেন। অনেকেই আবার ওই অবস্থাতে নানা ঘাটে গিয়ে জলে নেমে পড়েন। সেখান থেকেই ঘটে যায় বড় কোন অঘটন। যেকোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এবার শুক্রবার ও শনিবার কলকাতার কমপক্ষে ৬৬টি ঘাটে কড়া নজরদারি রাখছে পুলিশ। দোলের দিন মদ্যপান করে এলাকার পুকুর বা জলাশয়ে যাতে কেউ না নামেন সেই জন্য স্থানীয় ক্লাবগুলিকে সতর্ক করেছে পুলিশ। রাস্তায় এদিন টহলরত অবস্থায় প্রচুর পুলিশ থাকবে।

ইতিমধ্যেই থানার পক্ষ থেকে শহরজুড়ে নানা এলাকায় এবং প্রত্যেকটি ঘাটে মাইকিং করা হচ্ছে। কোনও হিংসার ঘটনা ঘটলে পুলিশ যাতে দ্রুত সেখানে পৌঁছতে পারে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। গলিতেও টহল দেওয়ার নির্দেশ জারি হয়েছে। এছাড়া স্থানীয় থানাগুলিকে লালবাজারকে প্রতি মুহূর্তের আপডেট দিতে হবে। পুলিশের বাইক বাহিনীও প্রস্তুত রয়েছে। শহরে সম্প্রীতি বজায় রাখতে অতিরিক্ত প্রচুর পুলিশ রাস্তায় নামানো হচ্ছে।

প্রসঙ্গত, গত দু’বছরে দোলের দিন কলকাতায় গঙ্গা এবং জলাশয়ে ডুবে তিনজনের মৃত্যু হয়েছিল। সেই থেকেই শিক্ষা নিয়ে এবার প্রথম থেকেই তৎপর কলকাতা পুলিশের। কলকাতার ৬৬টি ঘাটে পুলিশ পোস্টিং করা হচ্ছে। কলকাতা পুলিশের ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপের সদস্যদের লালবাজার প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছে। কলকাতা জুড়েই সুরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version