নয়া দায়িত্বে তাপসী মণ্ডল

রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC ) যোগদানের পর দায়িত্ব বাড়লো তাপসী মণ্ডলের (Tapasi Mondal)। পশ্চিমবঙ্গের ওমেন ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারপার্সন হলেন তিনি। গত ১০ মার্চ তিনি আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস যোগ দিয়েছিলেন। বুধবার নতুন দায়িত্ব পেলেন তিনি।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee)কর্মযজ্ঞে সামিল হতে পদ্ম শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তাপসী বলেছিলেন, প্রগতিশীল বাংলাকে রক্ষা করতে এবং বিশেষ করে আমার হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো এবং সবদিক থেকেই বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি, সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি করতে পারি, তার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উন্নয়নযজ্ঞে যুক্ত হলাম।