মনিপুর ভীতি! শাহর উত্তর পূর্ব সফরে এবারও বাদ অশান্তিপূর্ণ এই রাজ্য

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর (Home Minister) মনিপুরে (Manipur) যাওয়ার প্রত্যাশা করা হলেও আদতে তিনি সন্তর্পণে সেই রাজ্যকে এড়িয়ে যাচ্ছেন

বরাবর মনিপুরকে (Manipur) যে ব্রাত্যই করে রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) ফের একবার তার দলের সেকেন্ড ইন কম্যান্ড অমিত শাহের (Amit Shah) উত্তর-পূর্ব সফরে তা প্রমাণিত হল। একাধিক রাজ্যে গেলেও এবারেও মনিপুরকে সন্তর্পনে এড়িয়ে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister)। কার্যত মনিপুরের হিংসা থামাতে যে কোনও মাথাব্যাথা নেই মোদি সরকারের, স্বরাষ্ট্রমন্ত্রীর পদক্ষেপে তা আরও একবার প্রমাণিত।

সম্প্রতি মনিপুরে নবনিযুক্ত রাজ্যপাল অজয় ভাল্লা (Ajay Bhalla) গোটা রাজ্যে অবাধ যাতায়াত শুরু করার নির্দেশ দিলে ফের একবার অশান্তিতে একজনের মৃত্যু হয়। এরপর নিজেদের এলাকার সংরক্ষিত করার জন্য লাগাতার অবরোধের পথে কুকিগোষ্ঠীর (Kuki) জনসাধারণ। এরকম সংকটপূর্ণ পরিস্থিতিতে তাৎপর্যপূর্ণভাবে উত্তর পূর্ব (north east) ভারতের রাজ্যগুলিতে বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন অমিত শাহ (Amit Shah)।

স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর (Home Minister) মনিপুরে (Manipur) যাওয়ার প্রত্যাশা করা হলেও আদতে তিনি সন্তর্পণে সেই রাজ্যকে এড়িয়ে যাচ্ছেন। প্রথমে উড়িষ্যা, সেখান থেকে অসম। পরে মিজোরামেও যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দলীয় কর্মসূচির পাশাপাশি একাধিক কর্মসূচিতে তিন রাজ্যে যোগ দেবেন। শাহ ১৬ মার্চ অসমে কর্মসূচি শেষ করে ফিরে যাবেন দিল্লি। কিন্তু সফর সূচির কোথাও নেই মনিপুরের নাম।