রঙের উৎসবের দিনে বলিউডে শোকের ছায়া, প্রয়াত দেব মুখোপাধ্যায়

মাস খানেক ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন

রঙের উৎসবের দিনে বলিউডের মুখার্জি পরিবারে শোকের ছায়া। প্রয়াত দেব মুখোপাধ্যায়। তিনি যেমন কাজল-রানির কাকা, পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের বাবা, তেমনি বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা। দোলের দিনই পৃথিবী ছেড়ে চলে গেলেন দেব মুখোপাধ্যায়।

জানা গিয়েছে, মাস খানেক ধরেই বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন। বয়স হয়েছিল ৮৩। শুক্রবার সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন । আজই তার শেষকৃত্য সম্পন্ন হবে জুহুর পবনহংস শ্মশানে। জানা গিয়েছে, রানি-কাজলের পাশাপাশি অজয় দেবগণ, তনুজা, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, সিদ্ধার্থ মালহোত্রারা থাকবেন তার শেষকৃত্যে।

তার অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য, ‘আঁশু বন গ্যয়ে ফুল’, ‘অভিনেত্রী’, ‘দো আঁখে’, ‘বাতো বাতো মে’, ‘কামিনে’, ‘গুদগুদি’।দেব মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।