হোলি পার্টিতে কলকাতায় মালাইকা, রঙিন মেজাজে টলিউড-বলিউডের তারকারা

হোলি উদযাপনে পিছিয়ে নেই বলিউডও (Bollywood)। ব্রেকআপের গুঞ্জন এর মাঝেই একই জায়গায় দোল খেলতে গেলেন অভিনেতা বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া।

বসন্ত পূর্ণিমার রঙিন মেজাজে বলিউড থেকে টলিউড। কলকাতায় হোলি সেলিব্রেশনে (Holi celebration) মালাইকা আরোরা (Malaika Arora) । টিনসেল টাউনের ‘মুন্নি’কে দেখার জন্য সকলের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। ট্র্যাডিশনাল পোশাকেই মহানগরের হোলি উৎসবে শামিল হলেন অভিনেত্রী। জানালেন, কলকাতা তাঁর বরাবরের প্রিয় শহর। উৎসবের মরশুমে এখানকার মানুষের উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো। দোল উৎসব পালনে অবশ্য পিছিয়ে ছিল না টলিউড সেলেবরাও। রং মেখে প্রেমিক বনি সেনগুপ্তর সঙ্গে সেলফি তুললেন নায়িকা কৌশানী মুখোপাধ্যায় (Koushani Mukherjee।

উইন্ডোজের হোলি পার্টি থেকেই রং মাখছেন সৌরসেনী মৈত্র, গৌরব চট্টোপাধ্যায়, শ্রুতি দাস, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, কাঞ্চন মল্লিকরা। এবারের দোল উৎসবে একে অন্যকে গোলাপি হলুদ আবিরের স্পর্শে রাঙিয়ে তুললেন যশ দাশগুপ্ত -নুসরত জাহান (Yash Dasgupta Nusrat Jahan)। সাদা ধুতি পাঞ্জাবিতে রঙের দিনে নজর কাড়লেন অভিনেত্রী মনামী ঘোষ (Monami Ghosh)।

মনের কোণে জমে থাকা দুঃখ কষ্ট বেদনার সব কটা ফ্যাকাসে মুহূর্ত এক পলকে রঙিন হয়ে ওঠে, দোল বা হোলি সেলিব্রেশনে। বর্ষীয়ান অভিনেত্রী মুনমুন সেন রঙের উৎসবের প্রসঙ্গ উঠতেই ফিরে গেলেন ছোটবেলায়, জানালেন মা-বাবার সঙ্গে রং খেলার অভিজ্ঞতার কথা। পিছিয়ে নেই প্রজন্মও। নিজের কমপ্লেক্সে রং মেখে নাচলেন অভিনেতা অঙ্কুশ হাজরা(Ankush Hazra)।

সস্ত্রীক দোল উদযাপন করলেন গৌরব চক্রবর্তী। রং মাখলেন তারকা দম্পতি নীল – তৃণা, সোহম, সোলাঙ্কি, ইশা, সোমলতারা। অভিমন্যুকে সঙ্গে নিয়ে রঙিন মেজাজে অভিনেত্রী মানালি দে। নাচ গানের হুল্লোড়ে মাতলেন জিতু কমল। সহজ, প্রিয়াঙ্কাকে নিয়ে রং খেললেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji)’লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির পোস্টার শেয়ার করে দোলের শুভেচ্ছা জানিয়েছেন সুরকার ইন্দ্রজিৎ দাশগুপ্ত। পোস্টার লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পার্নো মিত্ররা। দোলের দিনে নতুন ছবির লুক প্রকাশ্যে আশায় ভীষণ খুশি দুই অভিনেত্রী।

রাধা কৃষ্ণের পায়ে আবির দিয়ে বসন্ত উৎসবের আনন্দে মাতলেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ।

হোলি উদযাপনে পিছিয়ে নেই বলিউডও (Bollywood)। ব্রেকআপের গুঞ্জন এর মাঝেই একই জায়গায় দোল খেলতে গেলেন অভিনেতা বিজয় বর্মা ও তামান্না ভাটিয়া। চুটিয়ে রং খেললেন বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান, নিমরত কৌর, অক্ষয় কুমাররা। রঙিন হৃত্বিক রোশন থেকে শুরু করে শাহিদ কাপুর, অভিনেত্রী রশ্মিকা মান্দানা এবং বিজয় দেবরাকুন্ডাও সকলকে হোলির শুভেচ্ছা জানিয়েছেন। বাড়িতেই সেলিব্রেশনে মাতলেন ভিকি কৌশল -ক্যাটরিনা কাইফ।