Friday, July 4, 2025

মহারাষ্ট্রে অবৈধ রেললাইন পারাপার, ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আগুন

Date:

রেল বাজেটকে উঠিয়ে দিয়ে কার্যত রেল ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে মোদি সরকার। হাফ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) সময়কালে সবথেকে বেশি রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ। একদিকে পরিষেবার অবস্থা তথৈব চ। অন্যদিকে কর্মীর অভাবে ধুঁকছে রেলের প্রতিটি দফতর। তারই প্রমাণ মিলল বিজেপি শাসিত মহারাষ্ট্রে (Maharashtra)। অবৈধভাবে রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ ট্রাকের।

যেখানে কোনও লেভেল ক্রসিংই নেই, সেখান দিয়েই মহারাষ্ট্রের বোদওয়াড় (Bodwada) স্টেশনের কাছে নিত্যদিন চলে ঝুঁকির পারাপার। বড় বড় ট্রাকও সেই পথেই রেললাইন পেরোয়। শুক্রবার ভোরের দুর্ঘটনা সেটাই প্রমাণ করে দিল। নজরদারির অভাবে বড়সড় দুর্ঘটনার কবলে মুম্বই-অমরাবতী এক্সপ্রেস।

শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ বোদওয়াড় (Bodwad) স্টেশনের কাছাকাছি একটি বন্ধ রেলগেট (level crossing) দিয়ে লাইন পেরতে যায় একটি ময়দাবাহী ট্রাক। সেই সময় ওই লাইনে চলে আসে অমরাবতী এক্সপ্রেস। দ্রুত ট্রাক ছেড়ে পালায় চালক। ট্রেনের সঙ্গে সংঘর্ষে ট্রাকে আগুন লেগে যায়। যদিও ইঞ্জিন বা ট্রেনটির কোন ক্ষতি হয়নি। তবে ওই আগুন ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো।

দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয় রেলের ট্র্যাক (railway track), রেলের বৈদ্যুতিক তার (overhead wire)। প্রায় পাঁচ ঘন্টা বন্ধ থাকে ওই লাইনে রেল চলাচল। দুর্ঘটনার পর ওই স্থান দিয়ে কীভাবে ট্রাক চলাচল হচ্ছে, তা নিয়ে তদন্ত শুরু করে রেল।

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version