Friday, August 22, 2025

মহারাষ্ট্রে অবৈধ রেললাইন পারাপার, ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষে আগুন

Date:

রেল বাজেটকে উঠিয়ে দিয়ে কার্যত রেল ব্যবস্থাকে বড়সড় প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে মোদি সরকার। হাফ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের (Ashwini Vaishnaw) সময়কালে সবথেকে বেশি রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে গোটা দেশ। একদিকে পরিষেবার অবস্থা তথৈব চ। অন্যদিকে কর্মীর অভাবে ধুঁকছে রেলের প্রতিটি দফতর। তারই প্রমাণ মিলল বিজেপি শাসিত মহারাষ্ট্রে (Maharashtra)। অবৈধভাবে রেললাইন পারাপার করতে গিয়ে ট্রেনের সঙ্গে সংঘর্ষ ট্রাকের।

যেখানে কোনও লেভেল ক্রসিংই নেই, সেখান দিয়েই মহারাষ্ট্রের বোদওয়াড় (Bodwada) স্টেশনের কাছে নিত্যদিন চলে ঝুঁকির পারাপার। বড় বড় ট্রাকও সেই পথেই রেললাইন পেরোয়। শুক্রবার ভোরের দুর্ঘটনা সেটাই প্রমাণ করে দিল। নজরদারির অভাবে বড়সড় দুর্ঘটনার কবলে মুম্বই-অমরাবতী এক্সপ্রেস।

শুক্রবার ভোর সাড়ে চারটে নাগাদ বোদওয়াড় (Bodwad) স্টেশনের কাছাকাছি একটি বন্ধ রেলগেট (level crossing) দিয়ে লাইন পেরতে যায় একটি ময়দাবাহী ট্রাক। সেই সময় ওই লাইনে চলে আসে অমরাবতী এক্সপ্রেস। দ্রুত ট্রাক ছেড়ে পালায় চালক। ট্রেনের সঙ্গে সংঘর্ষে ট্রাকে আগুন লেগে যায়। যদিও ইঞ্জিন বা ট্রেনটির কোন ক্ষতি হয়নি। তবে ওই আগুন ছড়িয়ে পড়লে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো।

দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত হয় রেলের ট্র্যাক (railway track), রেলের বৈদ্যুতিক তার (overhead wire)। প্রায় পাঁচ ঘন্টা বন্ধ থাকে ওই লাইনে রেল চলাচল। দুর্ঘটনার পর ওই স্থান দিয়ে কীভাবে ট্রাক চলাচল হচ্ছে, তা নিয়ে তদন্ত শুরু করে রেল।

Related articles

এখনও নিখোঁজ সন্তান-সহ রুশ বধূ! ভিক্টোরিয়া বসুর বিরুদ্ধে দায়ের FIR

এখনও নিখোঁজ রুশ বধূ ও তাঁর শিশু সন্তান। রুশ (Russian) প্রশাসন মস্কোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের আধিকারিকদের কাছে জানিয়েছে,...

নর্থইস্টের ভিডিও দেখেই নীল নক্সা সাজাচ্ছেন কিবু

রাত পোহালেই ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালের লড়াইয়ে নামবে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড। সেই ম্যাচ নিয়েই চলছে জোর...

সুপ্রিম কোর্টে ধাক্কা কমিশনের: ভোটার তালিকায় নাম জুড়তে বড় ঘোষণা

বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন (Election Commission),...

অর্ডার ছাড়া বর্ডার ক্রস নয়, ওয়ার্নিং নুসরতের!

অঙ্কুশ হাজরার 'গোবিন্দ দাঁত মাজে না' আর কৌশানী মুখোপাধ্যায়ের 'ডাকাতিয়া বাঁশি'র পর থেকে উইন্ডোজের সিনেমায় আইটেম ডান্স বা...
Exit mobile version