হোলির উৎসবে মাতোয়ারা দেশ, রঙিন বসন্তে ঐক্য – সম্প্রীতির বার্তা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর 

দেশজুড়ে হোলির উৎসবে (Holi celebration) মাতোয়ারা সব প্রজন্ম। বসন্তের রঙিন উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আপনাদের সকলকে হোলির অনেক অনেক শুভেচ্ছা। আনন্দে ভরা এই উৎসব সকলের জীবনে নতুন উৎসাহ ও শক্তি সঞ্চার করবে এবং দেশবাসীর মধ্যে ঐক্যের রঙ আরও গভীর করে তুলবে।’

সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও (Draupadi Murmu)। সংস্কৃতিক ঐতিহ্য আর সম্প্রীতির কথা উল্লেখ করে পোস্টে লিখেছেন, ‘রঙের উৎসব হোলি উপলক্ষে সকল দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। আনন্দের এই উৎসব ঐক্য, ভালোবাসা এবং সম্প্রীতির বার্তা দেয়। এই উৎসব ভারতের মূল্যবান সাংস্কৃতিক ঐতিহ্যেরও প্রতীক। এই শুভ উপলক্ষে আমরা সকলে মিলে ভারত মাতার সমস্ত সন্তানের জীবনকে অগ্রগতি, সমৃদ্ধি এবং সুখের রঙে ভরিয়ে দেওয়ার অঙ্গীকার করি।’ কাশ্মীর থেকে কন্যাকুমারী আজ হোলির উৎসবে মেতেছে ১৪০ কোটি দেশবাসী।