শিক্ষক নিয়োগ মামলায় আরও চাপে পার্থ চট্টোপাধ্যায়? কারণ তাঁর বিরুদ্ধে রাজসাক্ষী হতে চেয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আবেদন জানিয়েছেন খোদ পার্থর জামাই কল্যাণময় ভট্টাচার্য (Kalyanmoy Bhattacharjee)। ইতিমধ্যে তাঁর আবেদন গৃহীত হচ্ছে। শীঘ্রই আদালতে রাজসাক্ষী হিসেবে কল্যাণময় গোপন জবানবন্দি দেবেন। ইডি (ED) সূত্রের খবর, নিজের দোষ ক্ষমা করার আবেদনও জানিয়েছেন তিনি।

২০২২-এ শিক্ষক নিয়োগে বেনিয়মে জড়িত থাকার অভিযোগে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করা হয়। গ্রেফতার হন তাঁর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায় (Arpita Mukherjee)। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁদের হেফাজতে নেয়। পিংলার একটি বেরসকারি স্কুলের সূত্রে সন্দেহের তালিকায় নাম জড়ায় পার্থর মেয়ে-জামাইয়ের। তাঁদের নামে একাধিক সংস্থার হদিশ পাওয়া যায়। ইডির অভিযোগ, মার্কিন মুলুকে বসেই পার্থর জামাই সব নিয়ন্ত্রণ করতেন। ওই সংস্থাগুলির মাধ্যমে কীভাবে কালো টাকা সাদা হয়েছে, তাও তিনিই জানেন। ২৩ অগাস্ট কল্যাণময়কে সমন পাঠায় ইডি। ২০২২ সালের সেপ্টেম্বরে আমেরিকা থোকে কলকাতায় এসে হাজির দেন কল্যাণময়। কোর্টের নির্দেশ ছাড়া কলকাতা ছাড়তে পারবেন না কল্যাণময়- নির্দেশ দেয় আদালত।

এসবের মাঝেই ইডির বিশেষ আদালতে রাজসাক্ষী হওয়ার আবেদন জানান কল্যাণময় ভট্টাচার্য (Kalyanmoy Bhattacharjee)। ইডি সূত্রের খবর, তাঁর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ থেকেও নিঃশর্ত মুক্তির চেয়েছেন কল্যাণময়।

–
–

–

–

–

–

–

–
