রং খেলা নিয়ে বচসার জেরে রক্তারক্তি কাণ্ড বাঁশদ্রোণীতে

দোলের (Holi) সকালে পারিবারিক ঝামেলার জেরে সমস্যায় চরম অশান্তি বাঁশদ্রোণীর (Bansdroni) পীরপুকুর রোড এলাকায়। সমস্যা মেটাতে গিয়ে আক্রান্ত পাড়ার ক্লাব সদস্যরা। রঙিন উৎসবে একেবারে রক্তারক্তি কাণ্ড। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এক কিশোরীকে অভিযুক্ত পরিবারের তরফে হেনস্থা করা হয়। বিষয়টি জানতে পেরেই এলাকার একটি ক্লাবের সদস্যরা রাতেই ওই বাড়িতে গিয়ে হাজির হন। সেখানেই তাঁদের মারধর করা হয়েছে বলে অভিযোগ করেছে ক্লাব। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বাঁশদ্রোণী থানার পুলিশ (Bansdroni Police)। গোটা বিষয়টি খতিয়ে দেখা।

যে পরিবারের দিকে আঙুল উঠেছে সেখানকার ব্যক্তিরা অসামাজিক কাজের সঙ্গে যুক্ত বলে দাবি করছেন আক্রান্ত ক্লাব সদস্যরা। দীর্ঘদিন ধরেই তাঁদের কাছে নানা অভিযোগ আসছিল। ক্লাবের এক সদস্য বলছেন ওই বাড়িতে যৌন ব্যবসা চালানো হতো বলে তাদের কাছে খবর ছিল। এরপর কিশোরী হেনস্থার ঘটনায় তারা গোটা বিষয়টি নিয়ে আলোচনা করতে এবং সমস্যা মেটানোর জন্যই ওই বাড়িতে গিয়েছিলেন। উল্টোদিকে অভিযুক্ত বাড়ির সদস্যরা বলছেন ক্লাবের ছেলেরা এসেই ঝামেলা পাকিয়েছে এমনকি অনেকের গায়ে হাতও তুলেছে। যে কিশোরীর সঙ্গে ঝামেলার জেরে এত ঘটনা তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করছে পুলিশ। শুক্রবারের ঘটনার জেরে শনিবার সকালেও উত্তেজনা এলাকায়।

-.