টাকার জন্য শিশুকে অপহরণ গৃহশিক্ষকের! ট্রলি ব্যাগ থেকে উদ্ধার

প্রতীকী ছবি

টাকার জন্য শুধু অপহরণ নয়, মুখে কাপড় বেঁধে শিশুকে পুরে দেওয়া হল ট্রলি ব্যাগের (Trolley Bag) মধ্যে। নন্দীগ্রামের ঘটনায় চাঞ্চল্য চার বছরের শিশুকে অপহরণের অভিযোগে গৃহশিক্ষক (Private Tutor)-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

শনিবার খুব সকালে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের শিমুলকুন্ডু গ্ৰামে অভিভাবকদের অনুপস্থিতিতে ঘরে ঢুকে পড়েন ন-বছরের বালিকার গৃহশিক্ষক (Private Tutor)। দিদির হাত দড়ি দিয়ে বেঁধে, চার বছরের বাচ্চাকে মুখে কাপড় ঢুকিয়ে নিয়ে পালান তিনি। পরে মেয়েটি সব ঘটনা জানিয়ে দেয়।

জানাজানি হয়ে গেছে বুঝতে পেরে ঘোল পুকুর এলাকায় বাচ্চাকে ফেলে পালান অপহরণকারীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। তল্লাশি চালিয়ে গৃহশিক্ষক-সহ পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, চার বছরের বালককে নেশাজাতীয় কিছু ব্যবহার করে নিস্তেজ করে রাখা হয়। নিশ্বাস নেওয়ার পারে, ট্রলির চেন খুলে রেখেছিলেন অভিযুক্তরা। ঘটনায় গৃহশিক্ষকের মা ও স্ত্রীও জড়িত বলে অভিযোগ। ধৃত পাঁচজনের মধ্যে এক নার্সিং ছাত্রীও রয়েছেন। রবিবার, ধৃতদের আদালতে তোলা হবে।

নাবালিকা ছেলে-মেয়ের বাবার চা দোকান, ও মা রুটি ফেরি করেন। শিশুটিকে প্রাণবন্দি করে টাকা আদায় করায় এই গৃহ শিক্ষকের উদ্দেশ্য ছিল বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। তবে এর পিছনে আর কোনও উদ্দেশ্য ছিল কি না তা জানতে ধৃতদের জেরা করা হচ্ছে।