জাফার এক্সপ্রেস অপহরণের ঘটনায় রেশ কাটতে না কাটতেই ফের হামলা পাকিস্তানে। শনিবার বালোচিস্তানের তুরবত অঞ্চলে সেনার কনভয়ে আইইডি বিস্ফোরণ। চিন-পাকিস্তান ইকোনোমিক করিডোরের (সিপিইসি) উপর দিয়ে যাওয়ার সময় এই হামলার ঘটনা ঘটে। হামলায় বহু সেনা জওয়ান আহত হয়েছেন বলে খবর।

পাক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার চিন-পাকিস্তান ইকোনোমিক করিডোরের ধরে দক্ষিণ বালোচিস্তানের দিকে যাচ্ছিল সেনা কনভয়। ঠিক সেই সময় সেনার কনভয়ে আইইডি বিস্ফোরণ চালানো হয়। এখনও পর্যন্ত কোনও সংগঠনই এই হামলার দায় স্বীকার করেনি। যদিও অনুমান করা হচ্ছে, এই হামলার নেপথ্যে রয়েছে বালোচ বিদ্রোহীরা।

উল্লেখ্য, গত মঙ্গলবার বালোচিস্তানের বোলানে জাফার এক্সপ্রেস অপহরণ করেছিল বালোচ বিদ্রোহীরা।

আরও পড়ুন – পাকিস্তানি যোগ? অমৃতসরের মন্দিরে ভয়াবহ গ্রেনেড হামলা! ঘটনাস্থলে ফরেনসিক
_

_

_

_

_

_

_

_