Wednesday, August 20, 2025

অবশেষে ঘোষিত আইএসএল-এর প্লে-অফের সূচি। আন্তর্জাতিক বিরতির পর আগামী ২৯ মার্চ থেকে শুরু হবে আইএসএল-এর নকআউট পর্ব। আইএসএল ফাইনাল আগামী ১২ এপ্রিল। ২ ও ৩ এপ্রিল এবং ৬ ও ৭ এপ্রিল দুই পর্ব মিলিয়ে হবে সেমিফাইনাল। এদিন এমনটাই জানান হয় আইএসএল-এর পক্ষ থেকে।

এদিন আইএসএল-এর পক্ষ থেকে যে সূচি প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, প্লে-অফ পর্ব শুরু হবে ২৯ ও ৩০ মার্চ। এরপর ২ ও ৩ এপ্রিল এবং ৬ ও ৭ এপ্রিল দুই পর্বের সেমিফাইনাল হবে। ফাইনাল ম্যাচটি হবে ১২ এপ্রিল, শনিবার। যেহেতু মোহনবাগান শীর্ষে থেকে এবং গোয়া দ্বিতীয় স্থানে থেকে লিগ-পর্ব শেষ করেছে, তাই এই দু’টি দল সরাসরি সেমিফাইনালে খেলবে। ফর্ম্যাট অনুযায়ী তৃতীয় স্থানাধিকারী বেঙ্গালুরু এফসি ও ষষ্ঠ স্থানাধিকারী মুম্বাই সিটি এফসি খেলবে নকআউট ১-এ, যা হবে ২৯ মার্চ বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে। অন্যদিকে চতুর্থ স্থানাধিকারী দল নর্থইস্ট ইউনাইটেড এফসি এবং পঞ্চম স্থানাধিকারী দল জামশেদপুর এফসি খেলবে নকআউট ২-এ, যা হবে নর্থইস্টের ঘরের মাঠে, অর্থাৎ গুয়াহাটি বা শিলংয়ে

এদিকে এবারের লিগ-শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট ও দ্বিতীয় স্থানাধিকারী এফসি গোয়া সরাসরি সেমিফাইনাল খেলবে, যা হবে দুটি লেগে। মোহনবাগান মুখোমুখি হবে নকআউট ২-এর বিজয়ীর বিরুদ্ধে। মোহনবাগানের প্রথম লেগ হবে ৩ এপ্রিল অ্যাওয়েতে, আর দ্বিতীয় লেগ হবে ৭ এপ্রিল হোমে। অন্যদিকে গোয়া খেলবে নকআউট ১-এর বিজয়ীর সাথে। প্রথম লেগ হবে ২ এপ্রিল ও দ্বিতীয় লেগ হবে ৬ এপ্রিল। ১২ এপ্রিল ফাইনাল কোথায় হবে, তা এখনও ঠিক হয়নি। কোন দু’টি দল ফাইনালে উঠছে তার উপর নির্ভর করছে ম্যাচের কেন্দ্র। নিয়ম অনুযায়ী, যে দুটি দল ফাইনালে যোগ্যতা অর্জন করবে, তাদের মধ্যে যেদল এবারের লিগে উপরের দিকে ছিল, তাদের ঘরের মাঠে হবে ফাইনাল।

আরও পড়ুন- রং-এর উৎসবে মাতল কেকেআর, ছবি পোস্ট নাইটদের

Related articles

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...
Exit mobile version