Tuesday, December 2, 2025

ধর্মীয় স্থানে হামলা, হোলিতে রক্ত ঝরলো অমৃতসরের স্বর্ণমন্দিরে! 

Date:

Share post:

দেশজুড়ে যখন রঙিন উৎসব উদযাপনে ব্যস্ত সকলেই, ঠিক তখনই রক্তে রাঙা হলো পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির (Golden Temple in Amritsar)। হোলির (১৪ মার্চ) সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আচমকাই লোহার রড নিয়ে মন্দির চত্বরে হামলা চালায় বলে অভিযোগ। তাঁকে বাধা দিতে গিয়ে গুরুতর জখম হন স্বেচ্ছাসেবক সহ ৫ জন। তাঁরা প্রত্যেকেই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের তৎপরতায় অকুস্থল থেকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় আততায়ীকে। রঙের উৎসবের (Holi festival) দিনে হামলার ঘটনায় সন্ত্রাসবাদী যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বর্ণমন্দিরে হামলার ঘটনায় খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। মন্দির কমিটি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মন্দিরের গুরু রামদাস লঙ্গরখানার পাশে একটি কমিউনিটি কিচেনে প্রসাদ গ্রহণের ভিড় ছিল। সেই সময় ভিড়ে মিশে সেখানে ঢুকে হামলা চালায় জুলফান নামে এক ব্যক্তি। কমিউনিটি কিচেনের স্বেচ্ছাসেবকরা তাঁকে আটকাতে গেলে এলোপাথাড়ি মারা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত জনতার চিৎকার-চেঁচামেচি, হুড়োহুড়িতে তীব্র আতঙ্ক ছড়ায়। দ্রুত সেখানে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, তিনি হরিয়ানার বাসিন্দা। প্রাথমিক জেরায় জুলফান জানান, হামলার আগে এক সঙ্গী এলাকায় রেকি করা হয়েছিল। এই ঘটনার মোটিভ জানতে মরিয়া পুলিশ (Police)। স্বর্ণমন্দির কর্তৃপক্ষ, শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।খালিস্তানপন্থীদের মদত নাকি সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা ছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আহত ৫ জন নিকটবর্তী গুরু রামদাস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

spot_img

Related articles

বুধেই ভাগ্য নির্ধারণ! বাংলাদেশে বসে ফেরার অপেক্ষায় অন্তঃসত্ত্বা সোনালি

বাংলাদেশে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ফলে জেলমুক্তি ঘটেছে। কিন্তু নিজের দেশে, নিজের ঘরে ফেরা কবে? আজও জানেন না বীরভূমের...

প্রশাসনিক গতি ফেরাতে যাদবপুরে দুই মাসের অস্থায়ী রেজিস্ট্রার সেলিম বক্স মন্ডল

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজকর্ম দীর্ঘদিন ধরে রেজিস্ট্রার শূন্য থাকার কারণে বিঘ্নিত হচ্ছিল। কর্মসমিতির বৈঠক হলেও রেজিস্ট্রার অনুপস্থিত থাকায়...

শিল্প সম্মেলন থেকে কনক্লেভ: শিল্পের উন্নয়ন-খতিয়ানের সঙ্গে সূচি প্রকাশ মুখ্যমন্ত্রীর

কেন্দ্রের নির্দেশে নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর-এর কারণে নাজেহাল প্রশাসনিক আধিকারিকরা। শহর থেকে প্রত্যন্ত এলাকায় ভোটার তালিকা তৈরির...

বিবাদিবাগে সরে যাচ্ছে সিইও দফতর, ভোটের আগেই নজরদারিতে কড়াকড়ি

চলতি মাসের মধ্যেই নতুন দফতরে সরে যাচ্ছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) অফিস। কমিশন সূত্রে খবর, বিবাদিবাগে শিপিং...