Tuesday, November 11, 2025

ধর্মীয় স্থানে হামলা, হোলিতে রক্ত ঝরলো অমৃতসরের স্বর্ণমন্দিরে! 

Date:

Share post:

দেশজুড়ে যখন রঙিন উৎসব উদযাপনে ব্যস্ত সকলেই, ঠিক তখনই রক্তে রাঙা হলো পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির (Golden Temple in Amritsar)। হোলির (১৪ মার্চ) সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আচমকাই লোহার রড নিয়ে মন্দির চত্বরে হামলা চালায় বলে অভিযোগ। তাঁকে বাধা দিতে গিয়ে গুরুতর জখম হন স্বেচ্ছাসেবক সহ ৫ জন। তাঁরা প্রত্যেকেই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের তৎপরতায় অকুস্থল থেকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় আততায়ীকে। রঙের উৎসবের (Holi festival) দিনে হামলার ঘটনায় সন্ত্রাসবাদী যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বর্ণমন্দিরে হামলার ঘটনায় খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। মন্দির কমিটি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মন্দিরের গুরু রামদাস লঙ্গরখানার পাশে একটি কমিউনিটি কিচেনে প্রসাদ গ্রহণের ভিড় ছিল। সেই সময় ভিড়ে মিশে সেখানে ঢুকে হামলা চালায় জুলফান নামে এক ব্যক্তি। কমিউনিটি কিচেনের স্বেচ্ছাসেবকরা তাঁকে আটকাতে গেলে এলোপাথাড়ি মারা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত জনতার চিৎকার-চেঁচামেচি, হুড়োহুড়িতে তীব্র আতঙ্ক ছড়ায়। দ্রুত সেখানে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, তিনি হরিয়ানার বাসিন্দা। প্রাথমিক জেরায় জুলফান জানান, হামলার আগে এক সঙ্গী এলাকায় রেকি করা হয়েছিল। এই ঘটনার মোটিভ জানতে মরিয়া পুলিশ (Police)। স্বর্ণমন্দির কর্তৃপক্ষ, শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।খালিস্তানপন্থীদের মদত নাকি সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা ছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আহত ৫ জন নিকটবর্তী গুরু রামদাস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...