Thursday, November 13, 2025

ধর্মীয় স্থানে হামলা, হোলিতে রক্ত ঝরলো অমৃতসরের স্বর্ণমন্দিরে! 

Date:

দেশজুড়ে যখন রঙিন উৎসব উদযাপনে ব্যস্ত সকলেই, ঠিক তখনই রক্তে রাঙা হলো পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণমন্দির (Golden Temple in Amritsar)। হোলির (১৪ মার্চ) সন্ধ্যায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি আচমকাই লোহার রড নিয়ে মন্দির চত্বরে হামলা চালায় বলে অভিযোগ। তাঁকে বাধা দিতে গিয়ে গুরুতর জখম হন স্বেচ্ছাসেবক সহ ৫ জন। তাঁরা প্রত্যেকেই এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের তৎপরতায় অকুস্থল থেকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় আততায়ীকে। রঙের উৎসবের (Holi festival) দিনে হামলার ঘটনায় সন্ত্রাসবাদী যোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

স্বর্ণমন্দিরে হামলার ঘটনায় খুব স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। মন্দির কমিটি সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় মন্দিরের গুরু রামদাস লঙ্গরখানার পাশে একটি কমিউনিটি কিচেনে প্রসাদ গ্রহণের ভিড় ছিল। সেই সময় ভিড়ে মিশে সেখানে ঢুকে হামলা চালায় জুলফান নামে এক ব্যক্তি। কমিউনিটি কিচেনের স্বেচ্ছাসেবকরা তাঁকে আটকাতে গেলে এলোপাথাড়ি মারা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে উপস্থিত জনতার চিৎকার-চেঁচামেচি, হুড়োহুড়িতে তীব্র আতঙ্ক ছড়ায়। দ্রুত সেখানে পৌঁছে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা গেছে, তিনি হরিয়ানার বাসিন্দা। প্রাথমিক জেরায় জুলফান জানান, হামলার আগে এক সঙ্গী এলাকায় রেকি করা হয়েছিল। এই ঘটনার মোটিভ জানতে মরিয়া পুলিশ (Police)। স্বর্ণমন্দির কর্তৃপক্ষ, শিরোমণি গুরুদ্বার প্রবন্ধক কমিটির তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।খালিস্তানপন্থীদের মদত নাকি সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা ছিল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। আহত ৫ জন নিকটবর্তী গুরু রামদাস ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version