Thursday, August 28, 2025

কীভাবে ভুয়ো ভোটার খোঁজা। সেই সঙ্গে সঠিক ভোটারদের ভোটার তালিকায় (voter list) নাম থাকাকে নিশ্চিত করা। সেই কাজ তৃণমূলের তৃণমূলস্তরের নেতাদের কাঁধেই দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুথে লড়াই করা কর্মীদের কুর্নিশ জানিয়েছিলেন তিনি। সেই পথেই দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার ভূতুড়ে ভোটার (false voter) তাড়াতে দলের মেগা বৈঠকে শহর সভাপতি থেকে ব্লক সভাপতিরদেরও আমন্ত্রণ জানানো হল ভার্চুয়াল বৈঠকে যোগ দেওয়ার জন্য।

রাজ্য কমিটি, সাংসদ, বিধায়ক, পুরপিতাদের আমন্ত্রণ তো আগেই নিশ্চিত ছিল শনিবারের মেগা বৈঠকে। প্রতিটি জেলার জেলা সভাপতি থেকে সভাধিপতি, চেয়ারম্যান থেকে শহর সভাপতি, পুরসভার ভাইস চেয়ারম্যানরাও এবার বৈঠকে যোগ দেবেন। সেই সঙ্গে থাকবেন ছাত্র, যুব, শ্রমিক, কৃষক, সংখ্যালঘু, মহিলা শাখার নেতৃত্বরাও। নিজেদের এলাকায় ভোটার তালিকা (voter list) মূল্যায়নের কাজে যে কর্মীরা সক্রিয়ভাবে অংশ নিয়ে থাকেন তাঁদের গুরুত্ব দিয়েই কাজ শুরুর বার্তা সাধারণ সম্পাদক অভিষেকের (Abhishek Banerjee)।

গোটা রাজ্যের তৃণমূলস্তরের এই নেতাদের আমন্ত্রণ জানিয়ে বৈঠকে যোগদানকারীর সংখ্যা প্রায় সাড়ে চার হাজার হতে চলেছে। শনিবার বিকাল ৪টেয় বৈঠক শুরুর আগেই সব নেতৃত্বের কাছে বৈঠকে যোগ দেওয়ার লিঙ্ক (link) চলে যাবে। ভুয়ো ভোটার (false voter) খোঁজার কমিটি দলনেত্রী তৈরি করে দেওয়ার পরে সেই কমিটির প্রথম বৈঠকে ৬ মার্চ যোগ দিতে পারেননি অভিষেক। তখনই রাজ্য সভাপতি সুব্রত বকসি (Subrata Bakshi) জানিয়েছিলেন ১৫ মার্চ বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে মেগা সমাবেশ, শহরে ঢল পড়ুয়াদের

বৃহস্পতিবার সকাল থেকে মহানগরীর রাস্তায় ছাত্র-ছাত্রীদের ভিড়, সকলের গন্তব্য গান্ধী মূর্তির পাদদেশ। আজ তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) প্রতিষ্ঠা...

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...
Exit mobile version