Monday, November 10, 2025

দোল নিয়ে কুকথা বলে প্রচারে থাকার চেষ্টা! দিলীপের পাল্টা জবাব কুণালের

Date:

শান্তিনিকেতনের দোল নিয়ে রাজ্য সরকার যেখানে পরিবেশ রক্ষা ও সাধারণ মানুষের দোল উদযাপনের ভারসাম্য বজায় রেখে পদক্ষেপ নিয়েছে, সেখানে সোনাঝুরির (Sonajhuri) দোল নিয়েই কুকথা প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। অমিত শাহের ঢঙে উল্টো করে টাঙানোর (up side down) দাওয়াই দিলীপের মুখে। পাল্টা আদৌ যে তিনি শান্তিনিকেতনের (Santiniketan) দোলের খোঁজ রাখেন না, তা নিয়ে কটাক্ষ তৃণমূলের।

বন দফতরের এলাকার পাশেই সোনাঝুরিতে শান্তিনিকেতনের সাধারণ মানুষ ও পর্যটকদের জন্য বিগত কয়েক বছর ধরে দোলের আয়োজন করা হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। তবে বন দফতরের এলাকায় যাতে বিশৃংখল পরিবেশ তৈরি না হয়, সেই বার্তা দেওয়া হয়েছিল সাধারণ মানুষকে। তবে সোনাঝুরিতে যতক্ষণ খুশি দোল খেলার ছাড় দেয় বীরভূম জেলা পুলিশ (Birbhum District Police)।

অথচ কোন কিছু না জেনেই দিলীপ ঘোষ (Dilip Ghosh) বলতে থাকেন, বন দফতর নাকি বলেছে দোল খেললে সেখানে দূষণ হবে। এটা বলার স্পর্ধা যারা করতে পেরেছেন তাদের উল্টো করে টাঙানো (up side down) উচিত ওইখানেই। যারা উৎসবে বাধা দেয় তাদের দুর্যোধনের মত ধর্মসংস্কৃতিকে অপবিত্রকারী উল্লেখ করেন তিনি।

ঠিক উল্টো ছবি দোলের সোনাঝুরিতে। শুক্রবার অত্যন্ত শৃঙ্খলাবদ্ধভাবে দোল উৎযাপিত হয় শান্তিনিকেতনের সোনাঝুরির জঙ্গলে। এরপরই তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, আসলে উনি কোন খবরই রাখেন না। শান্তিনিকেতনে (Santiniketan) দোল উৎসব উদযাপিত হচ্ছে। মেদিনীপুরের খবরও ঠিকভাবে রাখেননি। তাই সেখানকার লোকেরা ওনাকে বের করে দিয়েছে।

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version