Friday, November 14, 2025

কোন দেশের প্রবেশাধিকার কেড়ে নিলো আমেরিকা! প্রভাব ভারতের ভিসাতেও

Date:

ঘোষণা অনুযায়ী বিশ্বের একাধিক দেশের সঙ্গে নিজেদের সম্পর্ক স্পষ্ট করে দিল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) আমেরিকা। বিভিন্ন দেশের সঙ্গে, বিশেষত মধ্যপ্রাচ্যের (middle east) সঙ্গে ভিসার (visa) সম্পর্ক কেমন হবে তা নিয়ে সিদ্ধান্ত জানানোর কথা আগেই জানিয়েছিলেন ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা। এবার প্রাথমিকভাবে প্রকাশ করা হলো ৪১ টি দেশের তালিকা, যাদের সঙ্গে ভিসা সম্পর্কে পরিবর্তন আনলো আমেরিকা (USA)। সেই সঙ্গে প্রভাবিত হতে চলেছে ভারতীয় শিক্ষার্থীদের ভিসাও।

৪১ টি দেশের তালিকাকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম ভাগেই রয়েছে দশটি দেশ। যে দেশের ভিসার অনুমোদন একেবারেই দেওয়া হবে না (no visa) আমেরিকায়। তার মধ্যে রয়েছে ভারতের প্রতিবেশী আফগানিস্তান। এছাড়াও মধ্যপ্রাচ্যের (middle east) ইরান, সিরিয়াও এই তালিকায় রয়েছে।

দ্বিতীয় তালিকায় পাঁচটি দেশ রয়েছে যাদের সঙ্গে আংশিক ভিসার (partial visa) সম্পর্ক রাখবে মার্কিন দেশ। সেখানেও রয়েছে ভারতের প্রতিবেশী মায়ানমার। এই তালিকায় আফ্রিকার (Africa) একাধিক দেশ রয়েছে। তৃতীয় তালিকায় সর্বোচ্চ ২৬ টি দেশকে রাখা হয়েছে, যাদের ভিসা (visa) প্রদানের ক্ষেত্রে সেইসব দেশের সরকারের ভূমিকা খতিয়ে দেখবে ওয়াশিংটন। এর মধ্যেই যেমন রয়েছে পাকিস্তান তেমনি রয়েছে ভুটানের নামও। অর্থাৎ এখনই পাকিস্তানের ক্ষেত্রে পুরোপুরি ভিসা বন্ধের পথে গেল না ট্রাম্প প্রশাসন।

তবে নতুন ভিসা নীতিতে প্রভাব পড়েছে ভারতীয় শিক্ষার্থীদের (Indian students) ওপরেও। আমেরিকার নতুন ভিসা (visa) নীতি আরো জটিল হয়ে গিয়েছে ভারতীয় পডুয়াদের জন্য। সেই সঙ্গে ফার্স্টকাম ফার্স্ট (first come first) নীতিতে এবার থেকে ভিসা পাবেন ভারতীয় পড়ুয়ারা। কঠিন করা হয়েছে যোগ্যতার মাপকাঠি, যা অনেক ক্ষেত্রে ভারতীয়দের করে দিয়েছে। তবে এই তালিকা ও নীতি চূড়ান্ত নয় বলেই জানানো হয়েছে ট্রাম্প প্রশাসনের তরফে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version