আইপ্যাক নিয়ে ‘গণতন্ত্রে’র প্রশ্ন সুকান্তর! পাল্টা ‘দ্বিচারিতা’ খোঁচা কুণালের

কুণাল ঘোষের পাল্টা প্রতিক্রিয়া, যখন এজেন্সি (agency) কোনও বিজেপি সরকার ব্যবহার করে। যখন এই আইপ্যাককেই (IPAC) বিজেপি ব্যবহার করে

0
3

বাংলায় নতুন করে সব কিছু শুরু করতে রাজনৈতিক বিশ্লেষকের (political analyst) খোঁজ চালাচ্ছে বিজেপি। আবার তাদেরই হাফমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumder) দাবি করছেন এজেন্সির ব্যবহার ভারতের গণতন্ত্রের জন্য স্বাস্থ্যকর নয়। সেখানেই বিজেপির ট্রেনি সভাপতিকে তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ স্মরণ করিয়ে দিলেন বিজেপিতে আইপ্যাক-এর (IPAC) ব্যবহার।

একদিকে কর্মীদেরকে মাঠে নামিয়ে, অন্যদিকে পরিসংখ্যানগত তথ্য তৃণমূলস্তর থেকে আইপ্যাক-এর (IPAC) মাধ্যমে সংগ্রহ করে ২০২৬ নির্বাচনের বছরখানেক আগেই বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলছে রাজ্যের শাসক দল তৃণমূল। তাতে হিমশিম খেয়ে এবার রাজ্য সভাপতিত্ব হারাতে চলা সুকান্ত দাবি করছেন, গণতন্ত্রের স্বাভাবিক নিয়মে এজেন্সির (agency) কোন প্রয়োজন নেই। এমনকি তা স্বাস্থ্যকর নয় বলেও প্রশ্ন তোলেন তিনি।

সেখানেই কুণাল ঘোষের পাল্টা প্রতিক্রিয়া, যখন এজেন্সি (agency) কোনও বিজেপি সরকার ব্যবহার করে। যখন এই আইপ্যাককেই (IPAC) বিজেপি ব্যবহার করে। এজেন্সি মানে সে রাজনীতি ঠিক করেন না। পরিকাঠামো গত সমীক্ষা করে।

তৃণমূলের রাজনীতির সঙ্গে আইপ্যাকের (IPAC) কাজের তুলনা করে কুণালের ব্যাখ্যা, তৃণমূল নিজের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নিজেরাই করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) স্পষ্ট করে দিয়েছেন আইপ্যাক কোথায় কোন কাজে ব্যহার করবেন। সেই সঙ্গে প্রশ্ন, সুকান্ত মজুমদারের এত দ্বিচারিতা কেন। তাহলে তাঁরা আইপ্যাক কেন ব্যবহার করেছিলেন।