Thursday, August 21, 2025

বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে এপিক ইস্যুতে সংসদে ঝড় তুলবে তৃণমূল

Date:

ভোটার পরিচয়পত্রের দুর্নীতি নিয়ে সংসদে ঝড় তুলবে তৃণমূল। যে কোনও মুল্যেই সংসদের চলতি অধিবেশনেই ডুপ্লিকেট এপিক ইস্যু নিয়ে আলোচনা করতে হবে সরকারকে, নিজেদের অবস্থান স্পষ্ট করে ফের জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। হোলি এবং দোলযাত্রার কারণে পরপর চারদিন ছুটির পরে সোমবার থেকে ফের শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব। এই সপ্তাহেই সরকারকে সংসদে আলোচনা করতে হবে ডুপ্লিকেট এপিক ইস্যু ছাড়াও একাধিক বিষয়ে সংসদে ঝড় তুলবে তৃণমূল।

দলের অবস্থান স্পষ্ট করে রবিবার তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়ান বালেন, আলোচনার ফর্ম যাই হোক না কেন, সংসদে আলোচনা হওয়াটা জরুরি। এই ক্ষেত্রে আমাদের অবস্থানে কোনও পরিবর্তন নেই। সরকারকে এটা বুঝতে হবে। সোমবার আলোচনা করা সম্ভব না হলে মঙ্গলবার সংসদে ডুপ্লিকেট এপিক ইস্যুতে আলোচনা করুক সরকারপক্ষ।

উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের দাবির সঙ্গে একমাত কংগ্রেস, আরজেডি, সমাজবাদী পার্টি, এনসিপি (শারদ), শিবসেনা (উদ্ধব), আম আদমি পার্টি-সহ গোটা বিরোধী শিবির। সোমবারই সব আলোচনা বন্ধ করে সংসদে ডুপ্লিকেট এপিক ইস্যু নিয়ে।

আলোচনার দাবি-সহ মুলতুবি প্রস্তাব পেশ করেছে তৃণমূল কংগ্রেস-সহ বিরোধী শিবিরের অন্যান্য দলগুলি। এই প্রসঙ্গেই বিরোধী শিবিরের দাবি, ডুপ্লিকেট এপিক কার্ডের ইস্যুর মতো গুরুত্বপূর্ণ ইস্যু জাল আধার কার্ড দিয়ে ভোটার কার্ড তৈরির বিষয় নিয়েও সংসদে আলোচনা করতে হবে। এই বিষয় নিয়ে ট্রেজারি বেঞ্চের উপরে লাগাতার চাপ তৈরি করছে বিরোধী দলগুলি। এই অবস্থায় কিছুটা হলেও সুর নরম করতে বাধ্য হচ্ছে শাসক শিবির। সরকারি ভাবে বিরোধীদের দাবি মানা নিয়ে এখনও কোনও মন্তব্য না করা হলেও শাসক শিবিরের একাধিক প্রভাবশালী নেতা-নেত্রী জনান্তিকে স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে বিরোধী শিবিরের দাবি পুরোপুরি যুক্তিসঙ্গত।

এসবের মাঝেই আগামী সপ্তাহের সংসদীয় অধিবেশনে ফের বিরোধী দলগুলির আক্রমণের মুখে পড়তে পারে শাসক শিবির। এই সপ্তাহে লোকসভায় কৃষি, রেল ও জলশক্তি মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি আলোচনা করা হতে পারে সামাজিক ন্যায়বিচার, বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রকের মধ্যে যে কোনও একটি মন্ত্রক নিয়ে। সোমবার রাজ্যসভায় জবাবি ভাষণ দিতে পারেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মঙ্গলবার রাজ্যসভায় স্বাস্থ্য এবং বুধবার মণিপুর, স্বরাষ্ট্র মন্ত্রকের বাজেট বরাদ্দ নিয়ে আলোচনা হতে পারে।

আরও পড়ুন- পা নয়, ভরসা হুইলচেয়ার, তবুও ২৭ জন ‘দৌড়ালেন’ ম্যারাথনে

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version