অনুশীলনে ঝড় তুললেন ১৩ বছরের বৈভব , ভিডিও পোস্ট রাজস্থানের

এদিন রাজস্থানের তরফ থেকে যেই ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, দলের কোনও বোলারকেই ছাড়ছেন না ১৩ বছরের বৈভব।

আইপিএল-এর মেগা নিলামের গোল টেবিলে ঝড় তুলেছিলেন তিনি। আর এবার ঝড় তুললেন অনুশীলনে। ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন তিনি। যার কথা বলা হচ্ছে, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন ভারতের তরুণ ক্রিকেটার বৈভব সূর্যবংশী। ২০২৫ আইপিএল-এর মেগা নিলামে ঝড় তুলেছিলেন বিহারের ১৩ বছরের বৈভব। তরুণ ব্যাটারকে ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে দলে নেয় রাজস্থান রয়্যালস। আর দলে যোগ দিয়ে কোচ রাহুল দ্রাবিড়ের তত্ত্বাবোধনে অনুশীলন শুরু করে দিয়েছেন বৈভব। আর অনুশীলনে নেমেই ব্যাট হাতে দাপট দেখাচ্ছেন তিনি। যেই ভিডিও নিজেরাই পোস্ট করেছে রাজস্থান।

এদিন রাজস্থানের তরফ থেকে যেই ভিডিও পোস্ট করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, দলের কোনও বোলারকেই ছাড়ছেন না ১৩ বছরের বৈভব। একের পর এক বল মাঠের বাইরে পাঠাচ্ছেন তিনি। মাঠের সব দিকে চার-ছক্কা মারছেন। বৈভবের আগ্রাসী ব্যাটিং মন কেড়েছে রাজস্থান শিবিরেরও। আর সেই ভিডিওর কাপশনে লিখেছেন, ধুম ধারাক্কা ইন ট্রেনিং উইথ বৈভব।

বৈভবের ব্যাটিং-এ মুগ্ধ রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। তিনি বলেন, “ বৈভবকে খুব আত্মবিশ্বাসী দেখাচ্ছে। রাজস্থান রয়্যালস অ্যাকাডেমির মাঠে বড় বড় ছক্কা মারছে। ওর আগ্রাসী ব্যাটিং নিয়ে আলোচনা শুরু হয়ে গিয়েছে। খুব জোরে বল মারতে পারে। খুবই প্রতিভাবান ব্যাটার। তবে ওর বয়সের কথা মাথায় রাখতে হবে আমাদের। দাদার মতো আগলে রাখার চেষ্টা করছি বৈভবকে।“

আইপিএলের নিলামেই নজির গড়েছিল বৈভব। এত কম বয়সে তার আগে কোনও ক্রিকেটার আইপিএলে দল পায়নি। নিলামে বৈভবকে ১ কোটি ১০ লাখ টাকা দিয়ে দলে নেয় রাজস্থান রয়্যালস।

আরও পড়ুন- কেন করা হয়েছে আরসিবির নেতা পতিদারকে ? প্রথম ম্যাচে নামার আগে জানালেন বেঙ্গালুরুর এই ক্রিকেটার