Thursday, August 21, 2025

ভোট পর্যন্ত সুকান্তকেই বিজেপির রাজ্য সভাপতি রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব! প্রবল সম্ভাবনা

Date:

পাখির চোখ বিধানসভা নির্বাচন। ভোট পর্যন্ত বঙ্গ বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেই (Sukanta Majumder) রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লি সূত্রে খবর, এখন রাজ্য সভাপতি বদল করলে পদ্মশিবিরে স্থিতিশীলতা নষ্ট হতে পারে। সেই কারণেই এই সিদ্ধান্তের সম্ভাবনা।

গত কয়েকদিন ধরেই রাজ্য বিজেপি সভাপতি স্থির করা নিয়ে চর্চা চলছে। রবিবার সল্টলেকের কার্যালয়ে বৈঠকে বসেন রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যরা। সোমবার, আচমকা দিল্লির উদ্দেশে রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। বিজেপি সূত্রে খবর, তাঁর নামে সিলমোহর পড়ছে না বুঝতে পেরেই দিল্লি গিয়ে তদ্বির করছেন শুভেন্দু। কারণ, তিনি পদের কাঙাল বলেই মত রাজনৈতিক মহলেরও।

তবে, সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) রাজ্য সভাপতি হিসেবে পছন্দ নয় RSS-এর। তাঁর বদলে দিলীপ ঘোষের মতো কোনও সংঘ সেবককে পছন্দ ছিল তাঁদের। তবে, সামনে বিধানসভা নির্বাচন। একেই বঙ্গ বিজেপি গোষ্ঠী ধন্দে জর্জরিত। এই পরিস্থিতি অন্য কাউকে রাজ্য সভাপতির পদে বসিয়ে দলের ভারসাম্য নষ্ট করতে চাইছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণে সুকান্তর নামে সিলমোহরের সম্ভাবনা।
আরও খবর: শো-কজের জবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলারক্ষা কমিটি, হুমায়ুনকে সশরীরে হাজিরার নির্দেশ

শুভেন্দুকে বিরোধী দলনেতা রেখে সুকান্তকে রাজ্য সভাপতি ঘোষণা করার সম্ভাবনা বিজেপির। সকাল সকাল বিরোধী দলনেতার দিল্লির উদ্দেশে রওনা সেই সম্ভাবনাকেই উসকে দিয়েছে। কারণ, তাঁর নামে সিলমোহর পড়লে অন্যের জন্য তদ্বির করতে দিল্লি ছুটতেন না শুভেন্দু অধিকারী।

Related articles

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...

আমি ভুল করলে পিছনে বাবা আছে: প্রথমবার মঞ্চে উঠে আরিয়ানের শাহরুখ-শরণ

নেটফ্লিক্সে ডিরেক্টরিয়াল ডেবিউ আরিয়ান খানের (Aryan Khan)। আন্ধেরির ওয়াইআরএফ (YRF) স্টুডিও-তে তার মেগা রিলিজের ঘোষণার মঞ্চে অকপট আরিয়ান।...

বৃষ্টির হলুদ সতর্কতা! খেলা দেখাচ্ছে বিদায়ী বর্ষা

বৃহস্পতিবার দক্ষিণ বঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির হলুদ সতর্কতা (yellow alert)। আবহাওয়া দফতরের পূর্বাভাস (forecast) অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায়...

কালা আইন এনে দুর্নীতি দমন! বিজেপির দুই শীর্ষ মন্ত্রীর মিথ্যাচার ফাঁস তৃণমূলের

সংবিধান সংশোধন করে নরেন্দ্র মোদি দেশ থেকে দুর্নীতি তাড়াবেন। বুধবার সংসদে কালা কানুন (Black Bill) জারি করার প্রথম...
Exit mobile version