Sunday, November 9, 2025

ভোট পর্যন্ত সুকান্তকেই বিজেপির রাজ্য সভাপতি রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব! প্রবল সম্ভাবনা

Date:

পাখির চোখ বিধানসভা নির্বাচন। ভোট পর্যন্ত বঙ্গ বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেই (Sukanta Majumder) রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লি সূত্রে খবর, এখন রাজ্য সভাপতি বদল করলে পদ্মশিবিরে স্থিতিশীলতা নষ্ট হতে পারে। সেই কারণেই এই সিদ্ধান্তের সম্ভাবনা।

গত কয়েকদিন ধরেই রাজ্য বিজেপি সভাপতি স্থির করা নিয়ে চর্চা চলছে। রবিবার সল্টলেকের কার্যালয়ে বৈঠকে বসেন রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যরা। সোমবার, আচমকা দিল্লির উদ্দেশে রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। বিজেপি সূত্রে খবর, তাঁর নামে সিলমোহর পড়ছে না বুঝতে পেরেই দিল্লি গিয়ে তদ্বির করছেন শুভেন্দু। কারণ, তিনি পদের কাঙাল বলেই মত রাজনৈতিক মহলেরও।

তবে, সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) রাজ্য সভাপতি হিসেবে পছন্দ নয় RSS-এর। তাঁর বদলে দিলীপ ঘোষের মতো কোনও সংঘ সেবককে পছন্দ ছিল তাঁদের। তবে, সামনে বিধানসভা নির্বাচন। একেই বঙ্গ বিজেপি গোষ্ঠী ধন্দে জর্জরিত। এই পরিস্থিতি অন্য কাউকে রাজ্য সভাপতির পদে বসিয়ে দলের ভারসাম্য নষ্ট করতে চাইছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণে সুকান্তর নামে সিলমোহরের সম্ভাবনা।
আরও খবর: শো-কজের জবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলারক্ষা কমিটি, হুমায়ুনকে সশরীরে হাজিরার নির্দেশ

শুভেন্দুকে বিরোধী দলনেতা রেখে সুকান্তকে রাজ্য সভাপতি ঘোষণা করার সম্ভাবনা বিজেপির। সকাল সকাল বিরোধী দলনেতার দিল্লির উদ্দেশে রওনা সেই সম্ভাবনাকেই উসকে দিয়েছে। কারণ, তাঁর নামে সিলমোহর পড়লে অন্যের জন্য তদ্বির করতে দিল্লি ছুটতেন না শুভেন্দু অধিকারী।

Related articles

এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ 

নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে ফের রাজনৈতিক বিতর্ক। রবিবার শ্রীরামপুর পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবিরে অংশ...

ফাইনাল ম্যাচে শাহরুখের মন্ত্রেই ছাত্রীদের তাতিয়ে ছিলেন? অকপট স্মৃতিদের কোচ

ভারতীয় মহিলা দল বিশ্বকাপ জেতার পরই চক দে ইন্ডিয়ার কবীর খান হয়ে উঠেছেন অমল মুজুমদার(Amol Muzumdar)। কী বলে...

এসআইআর আতঙ্কে মৃতদের পরিবারের পাশে তৃণমূল: রাজ্যজুড়ে শোকাহত পরিবারগুলির ঘরে দলের জনপ্রতিনিধিরা 

এসআইআর আতঙ্কে রাজ্যজুড়ে মৃত্যুর ঘটনা ক্রমশ বাড়ছে। কোথাও আত্মহত্যা, কোথাও আতঙ্কে অসুস্থ হয়ে মৃত্যু— ভয় ছড়িয়ে পড়েছে গ্রাম...

বাংলাভাষায় ১০ কোটিও খরচ নয়! বাঙালিবিদ্বেষী বিজেপির রবীন্দ্র-বঙ্কিম ভাগে তোপ গণমঞ্চের

বিজেপি আদতে বাঙালি বিদ্বেষী, তা সাম্প্রতিক সময়ে বারবার প্রত্যক্ষভাবে প্রমাণিত। সেই বিদ্বেষের বিরুদ্ধে বারবার সরব হয়েছে দেশ বাঁচাও...
Exit mobile version