স্বেচ্ছায় আত্মহত্যার পথ বাছলেন মনোবিজ্ঞানী-অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনিম্যান

২০০২ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান তিনি। মনোবিজ্ঞানী তথা অর্থনীতিবিদ ড্যানিয়েল কাহনিম্যান শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিলেন। গত বছর মার্চ মাসে সুইজারল্যান্ডে একটি স্বেচ্ছা আত্মহত্যার কেন্দ্রেকে তিনি বেছে নেন। জীবন সমাপ্ত করার আগে একটি ই-মেইলে তিনি লেখেন, আমি অনেক ছোটবেলা থেকেই বিশ্বাস করি জীবনের শেষ বছরগুলো দুঃখ-কষ্ট ও অসম্ভব ভয়ঙ্কর পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয়। আমি মন পরিবর্তন করতে পারলাম না এতে বুঝতে পারি যে আমি কিছু শিখেছি।

তিনি আরও লেখেন, আমার সিদ্ধান্ত নিয়ে আমি লজ্জিত নই। তবে এটা সবার সামনে আনতে চাই না।  পারিবারিক সূত্রে জানা গিয়েছে, এটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল। তার অনেক বন্ধু তার পরিকল্পনা জানতেন। তাকে সেই সিদ্ধান্ত থেকে সরে আসার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি তার নিজের জায়গায় অবিচল ছিলেন।

জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে দু বছরের মধ্যে মনোবিজ্ঞানে মেজর এবং গণিতে মাইনর ডিগ্রি অর্জন করেন তিনি। গণিতে তিনি মাঝারি মানের ছিলেন, বিশেষ করে যাদের সঙ্গে তিনি পড়ছিলেন তাদের তুলনায় – তাদের মধ্যে অনেকেই বিশ্বমানের গণিতবিদ হয়েছিলেন। কিন্তু মনোবিজ্ঞান ছিল অসাধারণ।