Thursday, August 21, 2025

ভোট পর্যন্ত সুকান্তকেই বিজেপির রাজ্য সভাপতি রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব! প্রবল সম্ভাবনা

Date:

পাখির চোখ বিধানসভা নির্বাচন। ভোট পর্যন্ত বঙ্গ বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকেই (Sukanta Majumder) রাখছে কেন্দ্রীয় নেতৃত্ব। দিল্লি সূত্রে খবর, এখন রাজ্য সভাপতি বদল করলে পদ্মশিবিরে স্থিতিশীলতা নষ্ট হতে পারে। সেই কারণেই এই সিদ্ধান্তের সম্ভাবনা।

গত কয়েকদিন ধরেই রাজ্য বিজেপি সভাপতি স্থির করা নিয়ে চর্চা চলছে। রবিবার সল্টলেকের কার্যালয়ে বৈঠকে বসেন রাজ্য বিজেপির কোর কমিটির সদস্যরা। সোমবার, আচমকা দিল্লির উদ্দেশে রওনা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। বিজেপি সূত্রে খবর, তাঁর নামে সিলমোহর পড়ছে না বুঝতে পেরেই দিল্লি গিয়ে তদ্বির করছেন শুভেন্দু। কারণ, তিনি পদের কাঙাল বলেই মত রাজনৈতিক মহলেরও।

তবে, সুকান্ত মজুমদারকে (Sukanta Majumder) রাজ্য সভাপতি হিসেবে পছন্দ নয় RSS-এর। তাঁর বদলে দিলীপ ঘোষের মতো কোনও সংঘ সেবককে পছন্দ ছিল তাঁদের। তবে, সামনে বিধানসভা নির্বাচন। একেই বঙ্গ বিজেপি গোষ্ঠী ধন্দে জর্জরিত। এই পরিস্থিতি অন্য কাউকে রাজ্য সভাপতির পদে বসিয়ে দলের ভারসাম্য নষ্ট করতে চাইছেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেই কারণে সুকান্তর নামে সিলমোহরের সম্ভাবনা।
আরও খবর: শো-কজের জবাবে সন্তুষ্ট নয় শৃঙ্খলারক্ষা কমিটি, হুমায়ুনকে সশরীরে হাজিরার নির্দেশ

শুভেন্দুকে বিরোধী দলনেতা রেখে সুকান্তকে রাজ্য সভাপতি ঘোষণা করার সম্ভাবনা বিজেপির। সকাল সকাল বিরোধী দলনেতার দিল্লির উদ্দেশে রওনা সেই সম্ভাবনাকেই উসকে দিয়েছে। কারণ, তাঁর নামে সিলমোহর পড়লে অন্যের জন্য তদ্বির করতে দিল্লি ছুটতেন না শুভেন্দু অধিকারী।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version