রাজ্যে কোনও বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না: ফিরহাদ হাকিম

রাজ্যে কোনও বেআইনি দখলদারি বরদাস্ত করা হবে না।  বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে  রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম একথা স্পষ্ট ভাবে জানিয়েছেন। শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের এক প্রশ্নের উত্তরে পুরমন্ত্রী জানান, রাজ্য সরকারের নির্দিষ্ট জমি নীতি রয়েছে। সেই নীতি অনুযায়ী  নিলাম ছাড়া, কিংবা মন্ত্রিগোষ্ঠীর অনুমোদন ছাড়া কেউ জমি দিতে পারবে না।

একবছর আগে বেআইনিভাবে জমি থেকে শুরু করে জলাশয় এবং ফুটপাথ দখল নিয়ে সরব হয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে তখন উচ্চপর্যায়ের বৈঠক হয়েছিল। তারপর ফুটপাথ ‘দখলমুক্ত’ করার অভিযান শুরু হয়। ওই বৈঠকেই উঠে আসে বেআইনি পার্কিং ইস্যু। মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিয়েছিলেন, তার সরকার কোনও ভাবেই বেআইনি পথে জমি, জলাশয়, ফুটপাথ দখল বরদাস্ত করবে না। বেআইনি দখল করা জায়গা মুক্ত করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এমনকী বেআইনিভাবে দখল করা জমি নিয়ে সমীক্ষা করার নির্দেশ দেন। সেই সমীক্ষার পর ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করা হয়।

সরকারি জমি থেকে শুরু করে ফাঁকা জায়গার দখল হটিয়ে দেওয়া হয়। কিন্তু বেআইনিভাবে জমি দখল করার চেষ্টা এখনও চলছে বলে অভিযোগ। কলকাতা–সহ সারা রাজ্যে বেআইনিভাবে দখল করা পথ এবং জমি খতিয়ে দেখতে সমীক্ষা করা হয়। পরিকল্পনা করে যাতে এই দখল মুক্ত করা যায় সেই নির্দেশই আগে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই নীতিকে সামনে রেখে পুরমন্ত্রী এদিন ফের একবার জানিয়ে দিলেন, কোনওভাবেই বেআইনিভাবে জমি দখল বরদাস্ত করা হবে না।