Saturday, August 23, 2025

এপিক কার্ড নিয়ে মমতার অভিযোগের মান্যতা দিল নির্বাচন কমিশন।আপনার ভোটার আইডিতে যদি নাম, ঠিকানা, জন্ম তারিখ, স্বামী বা বাবার নামের সাথে কোনও অসঙ্গতি থাকে তবে তা সংশোধন করা প্রয়োজন।নিশ্চিত করুন যে আপনার ভোটার আইডিতে থাকা সমস্ত তথ্য সঠিক।নতুন ভোটার আইডির জন্য আবেদন করার প্রক্রিয়ার মতো, সংশোধনের প্রক্রিয়াটি অনলাইন এবং অফলাইন উভয় মোডেই করা যাবে।

দেশের নির্বাচন পরিকাঠামোকে আরও শক্ত ও মজবুত করার লক্ষ্যে সব রাজনৈতিক দলের থেকে পরামর্শ চাইল জাতীয় নির্বাচন কমিশন। ৩০ এপ্রিলের মধ্যে দিতে হবে এই প্রস্তাব। সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাদা করে আলোচনায় বসতে চাইছে কমিশন। ভুয়ো এপিক নিয়ে দীর্ঘ দিন ধরেই নানা অভিযোগ রয়েছে রাজনৈতিক দলগুলি। সেই সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

সব রাজনৈতিক দলগুলির প্রবীণ নেতা বা শীর্ষ স্তরের নেতাদের নিয়ে সময় সুযোগমতো বৈঠকও করতে চায় নির্বাচন কমিশন।রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথা জানানো হয়েছে। ওই বৈঠক থেকে যে যে প্রস্তাব মিলবে, তা বিবেচনা করে অন্তর্ভুক্তি করা হবে।

একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ উঠেছে। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নথি ধরে ধরে দেখিয়েছিলেন একই এপিক নম্বরে বাংলার এক ব্যক্তির ভোটার কার্ড যেমন হয়েছে, তেমনই রয়েছে হরিয়ানা বা গুজরাটের কোনও ব্যক্তির ভোটার কার্ড। তার পর থেকেই বিষয়টি নিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল। এর পরেই জাতীয় নির্বাচন কমিশন নড়েচড়ে বসে। ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করা হবে বলে জানানো হয়।

 

 

Related articles

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...
Exit mobile version