Monday, November 10, 2025

এপিক কার্ড নিয়ে মমতার অভিযোগের মান্যতা দিল নির্বাচন কমিশন।আপনার ভোটার আইডিতে যদি নাম, ঠিকানা, জন্ম তারিখ, স্বামী বা বাবার নামের সাথে কোনও অসঙ্গতি থাকে তবে তা সংশোধন করা প্রয়োজন।নিশ্চিত করুন যে আপনার ভোটার আইডিতে থাকা সমস্ত তথ্য সঠিক।নতুন ভোটার আইডির জন্য আবেদন করার প্রক্রিয়ার মতো, সংশোধনের প্রক্রিয়াটি অনলাইন এবং অফলাইন উভয় মোডেই করা যাবে।

দেশের নির্বাচন পরিকাঠামোকে আরও শক্ত ও মজবুত করার লক্ষ্যে সব রাজনৈতিক দলের থেকে পরামর্শ চাইল জাতীয় নির্বাচন কমিশন। ৩০ এপ্রিলের মধ্যে দিতে হবে এই প্রস্তাব। সব রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলাদা করে আলোচনায় বসতে চাইছে কমিশন। ভুয়ো এপিক নিয়ে দীর্ঘ দিন ধরেই নানা অভিযোগ রয়েছে রাজনৈতিক দলগুলি। সেই সমস্যা সমাধান করার আশ্বাস দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।

সব রাজনৈতিক দলগুলির প্রবীণ নেতা বা শীর্ষ স্তরের নেতাদের নিয়ে সময় সুযোগমতো বৈঠকও করতে চায় নির্বাচন কমিশন।রাজনৈতিক দলগুলির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার কথা জানানো হয়েছে। ওই বৈঠক থেকে যে যে প্রস্তাব মিলবে, তা বিবেচনা করে অন্তর্ভুক্তি করা হবে।

একই এপিক নম্বরে একাধিক ব্যক্তির ভোটার কার্ড রয়েছে বলে অভিযোগ উঠেছে। খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নথি ধরে ধরে দেখিয়েছিলেন একই এপিক নম্বরে বাংলার এক ব্যক্তির ভোটার কার্ড যেমন হয়েছে, তেমনই রয়েছে হরিয়ানা বা গুজরাটের কোনও ব্যক্তির ভোটার কার্ড। তার পর থেকেই বিষয়টি নিয়ে আক্রমণ শানিয়েছে তৃণমূল। এর পরেই জাতীয় নির্বাচন কমিশন নড়েচড়ে বসে। ভোটার কার্ড সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করা হবে বলে জানানো হয়।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version