সুনীল গাভাস্করের নকল করলেন ঋষভ পন্থ। তাও আবার নিজের বকুনির মুহূর্ত নিয়েই মশকরা করলেন ভারতীয় উইকেটকিপার। বর্ডার-গাভাস্কর ট্রফিতে মেলবোর্নে পন্থের আউট হওয়া ধরন দেখে রেগে যান গাভাস্কর। সেই সময় পন্থকে স্টুপিড, স্টুপিড, স্টুপিড বলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার। আর সেই মুহুর্তই তুলে ধরলেন পন্থ। যেই ভিডিও নিমিষে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

এদিন যেই ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে, আইপিএলের আগে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে সেই ক্ষিপ্ত গাভাস্করকে নকল করেছেন পন্থ। সেদিন গাভাস্কর যে রকম পোশাক পরেছিলেন, পন্থও তেমন পোশাক পরে ধারাভাষ্য দিচ্ছেন। নিজেকে হুবহু গাভাস্করের মতো সাজানোর চেষ্টা করেছেন ভারতীয় উইকেটরক্ষক ব্যাটার। তারপর মাইক্রোফোন হাতে ঠিক গাভাস্করের ভঙ্গি করেই পন্থ বলেছেন, ‘‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড।’’ নিজের ব্যাটিং নিয়ে মজা করতে গিয়ে গাভাস্করকে নকল করেছেন পন্থ। আর ভিডিও পোস্ট হতেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মন কেড়েছে নেটিজেনদের।

Rishabh Pant recreating the ‘Stupid, Stupid, Stupid!’ of Sunil Gavaskar. 🤣pic.twitter.com/JhrK34luWh
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 17, 2025
বর্ডার-গাভাস্কর টফিতে মেলবোর্ন টেস্টে অহেতুক আগ্রাসী হতে গিয়ে উইকেট ছুড়ে দেন পন্থ। তা দেখে মেজাজ ঠিক রাখতে পারেননি গাভাস্কর। পন্থের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দেখে গাভাস্কর বলেছিলেন, ‘‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড।’’ যা সে সময় ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। সেই মুহুর্তও তুলে ধরলেন পন্থ।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করে লাভের জায়গায় লোকসানের মুখে পিসিবি, পরিমান প্রায় ৮৬৯ কোটি টাকা : সূত্র

–

–

–

–

–

–

–

–