Friday, January 30, 2026

ভয়ঙ্কর ঘটনা যোগীরাজ্যে! প্রকাশ্যে নগ্ন করে পেটানো হল বিধবাকে

Date:

Share post:

ভয়ঙ্কর ঘটনা যোগীরাজ্যে। অন্যায়ের প্রতিবাদ করার অধিকারটা পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় এক বিধবা মহিলাকে নগ্ন করে বেধড়ক পেটালো একদল যুবক। মাটিতে ফেলে প্রকাশ্যেই বেল্ট এবং লাঠি দিয়ে প্রহার করা হল ওই মহিলাকে।

ভূমিকায় সকলেই। তবে পুলিশও প্রথমে ছোটখাট ঘটনা বলে এড়িয়ে যেতে চায় প্রথমে। থানায় গেলেও নেওয়া হয়নি অভিযোগ। ব্যবস্থা নেওয়া তো দূরের কথা। এমনকি পুলিশের গাড়ি সামনে দিয়ে ঘুরে গেলেও সেদিকে ফিরেও তাকায়নি। স্বাভাবিকভাবেই অভিযোগ ওঠে, অপরাধীদের আড়াল করতে চাইছে পুলিশ। ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। শেষ পর্যন্ত পুলিশ নড়েচড়ে বসে পুরো ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরে। এফআইআর করে তদন্ত শুরু করতে বাধ্য হয়। কিন্তু এমন ভয়ঙ্কর ঘটনার ৪৮ ঘন্টা পরেও কেন একজনকেও গ্রেফতার করল না পুলিশ, রহস্যটা সেখানেই।

আসলে খুন,ধর্ষণ, নাবালিকা নির্যাতন, তন্ত্রসাধনার নামে বুজরুকির মতো ভয়াবহ সব ঘটনা একের পর এক ঘটেই চলেছে যোগীরাজ্যে। প্রমাণিত হচ্ছে, যোগীর প্রশাসন কতটা নিষ্কর্মা। এবার হোলির সন্ধ্যায় প্রতিবাদী মহিলাকে নগ্ন করে প্রহার। স্তম্ভিত সভ্যসমাজ।

আসল ঘটনাটা কী? তখন হোলির রঙখেলা শেষ। কিন্তু তারপরেও গ্রামে তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দামনৃত্য করছিল একদল উন্মত্ত যুবক। প্রচণ্ড আওয়াজে রীতিমতো ছটফট করছিল বাড়ির মোষগুলো। দুধ দোয়ানোও সম্ভব হচ্ছিল না কিছুতেই। এই সমস্যার কথা জানিয়ে ডিজের শব্দ কমানোর জন্য ওই যুবকদের অনুরোধ জানান বিধবা মহিলা। এতেই ক্ষেপে উঠে উন্মত্ত যুবকরা চড়াও হয় মহিলার উপর। জামাকাপড় ছিঁড়ে দিয়ে প্রহার করতে শুরু করে। কান্না আর আর্তচিৎকারেও তাঁকে রক্ষা করতে এগিয়ে এল না কেউই। ভিড় জমে গেল, কিন্তু মধ্যযুগীয় বর্বরতার নীরব দর্শকের ভূমিকায় সকলেই। হোলির সন্ধ্যায় এই ন্যক্কারজনক ঘটনার সাক্ষী হয়ে রইল আগ্রার খন্ডৌলি। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হল, পুলিশও প্রথমে ছোটখাট ঘটনা বলে এড়িয়ে যেতে চাইল প্রথমে। থানায় গেলেও নেওয়া হয়নি অভিযোগ। ব্যবস্থা নেওয়া তো দূরের কথা। এমনকি পুলিশের গাড়ি সামনে দিয়ে ঘুরে গেলেও সেদিকে ফিরেও তাকায়নি। স্বাভাবিকভাবেই অভিযোগ ওঠে, অপরাধীদের আড়াল করতে চাইছে পুলিশ। ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। শেষ পর্যন্ত পুলিশ নড়েচড়ে বসে পুরো ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরে। এফআইআর করে তদন্ত শুরু করতে বাধ্য হয়। কিন্তু এমন ভয়ঙ্কর ঘটনার ৪৮ ঘন্টা পরেও কেন একজনকেও গ্রেফতার করল না পুলিশ, রহস্যটা সেখানেই।

আসলে খুন,ধর্ষণ, নাবালিকা নির্যাতন, তন্ত্রসাধনার নামে বুজরুকির মতো ভয়াবহ সব ঘটনা একের পর এক ঘটেই চলেছে যোগীরাজ্যে। প্রমাণিত হচ্ছে, যোগীর প্রশাসন কতটা নিষ্কর্মা। এবার হোলির সন্ধ্যায় প্রতিবাদী মহিলাকে নগ্ন করে প্রহার। স্তম্ভিত সভ্যসমাজ। Jআসল ঘটনাটা কী? তখন হোলির রঙখেলা শেষ। কিন্তু তারপরেও গ্রামে তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দামনৃত্য করছিল একদল উন্মত্ত যুবক। প্রচণ্ড আওয়াজে রীতিমতো ছটফট করছিল বাড়ির মোষগুলো। দুধ দোয়ানোও সম্ভব হচ্ছিল না কিছুতেই। এই সমস্যার কথা জানিয়ে ডিজের শব্দ কমানোর জন্য ওই যুবকদের অনুরোধ জানান বিধবা মহিলা। এতেই ক্ষেপে উঠে উন্মত্ত যুবকরা চড়াও হয় মহিলার উপর। জামাকাপড় ছিঁড়ে দিয়ে প্রহার করতে শুরু করে।

আরও পড়ুন- নতুন মরশুমে নামার আগে আশাবাদী হার্দিক, সিএসকেরব বিরুদ্ধে নামার আগে কী বললেন মুম্বই অধিনায়ক?

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

মাধ্যমিকের আগে অ্যাডমিট বিভ্রাট: কড়া পদক্ষেপ হাইকোর্টের

মাধ্যমিক পরীক্ষার আগে অ্যাডমিট কার্ড নিয়ে বিভ্রাট নতুন নয়। এবছরও তার ব্যতিক্রম হল না। ফের একবার কলকাতা হাই...

রাজ্যের ঘরোয়া উৎপাদন বাড়ল: সংসদে তথ্য পেশ কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের

২০২৪-২৫ অর্থবর্ষে বর্তমান মূল্যে পশ্চিমবঙ্গের নেট রাজ্য ঘরোয়া উৎপাদন - এনএসডিপি ৯.৮৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৬.৩২ লক্ষ কোটি...

আনন্দপুর-অগ্নিকাণ্ডে BJP-র দ্বিচারিতা: মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য মোদির, শুভেন্দু রাজ্যের কাছে চান ৫০ লাখ!

বিধানসভা নির্বাচনের আগে হওয়া গরম করতে বিজেপি নেতা ঘটনাস্থলে দাঁড়িয়ে মৃতদের পরিবার পিছু ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ...

পদ্মশ্রী টদ্দশ্রী‘-র পরে ‘Emni’ প্রসেনজিতের বাড়িতে দেব! ভুলবোঝাবুঝি সামলে দায়িত্বপালন জ্যেষ্ঠপুত্রের

একেবারে দেবের(Dev) সিগনেচার নেচার। খারাপ কথা বলে, আবার মন গলাতে ক্ষমা প্রার্থনা। বুধবার ইম্পার ডাকা স্ক্রিনিং কমিটির বৈঠকে...