Wednesday, August 27, 2025

ভয়ঙ্কর ঘটনা যোগীরাজ্যে! প্রকাশ্যে নগ্ন করে পেটানো হল বিধবাকে

Date:

ভয়ঙ্কর ঘটনা যোগীরাজ্যে। অন্যায়ের প্রতিবাদ করার অধিকারটা পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষের কাছ থেকে। তারস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করায় এক বিধবা মহিলাকে নগ্ন করে বেধড়ক পেটালো একদল যুবক। মাটিতে ফেলে প্রকাশ্যেই বেল্ট এবং লাঠি দিয়ে প্রহার করা হল ওই মহিলাকে।

ভূমিকায় সকলেই। তবে পুলিশও প্রথমে ছোটখাট ঘটনা বলে এড়িয়ে যেতে চায় প্রথমে। থানায় গেলেও নেওয়া হয়নি অভিযোগ। ব্যবস্থা নেওয়া তো দূরের কথা। এমনকি পুলিশের গাড়ি সামনে দিয়ে ঘুরে গেলেও সেদিকে ফিরেও তাকায়নি। স্বাভাবিকভাবেই অভিযোগ ওঠে, অপরাধীদের আড়াল করতে চাইছে পুলিশ। ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। শেষ পর্যন্ত পুলিশ নড়েচড়ে বসে পুরো ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরে। এফআইআর করে তদন্ত শুরু করতে বাধ্য হয়। কিন্তু এমন ভয়ঙ্কর ঘটনার ৪৮ ঘন্টা পরেও কেন একজনকেও গ্রেফতার করল না পুলিশ, রহস্যটা সেখানেই।

আসলে খুন,ধর্ষণ, নাবালিকা নির্যাতন, তন্ত্রসাধনার নামে বুজরুকির মতো ভয়াবহ সব ঘটনা একের পর এক ঘটেই চলেছে যোগীরাজ্যে। প্রমাণিত হচ্ছে, যোগীর প্রশাসন কতটা নিষ্কর্মা। এবার হোলির সন্ধ্যায় প্রতিবাদী মহিলাকে নগ্ন করে প্রহার। স্তম্ভিত সভ্যসমাজ।

আসল ঘটনাটা কী? তখন হোলির রঙখেলা শেষ। কিন্তু তারপরেও গ্রামে তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দামনৃত্য করছিল একদল উন্মত্ত যুবক। প্রচণ্ড আওয়াজে রীতিমতো ছটফট করছিল বাড়ির মোষগুলো। দুধ দোয়ানোও সম্ভব হচ্ছিল না কিছুতেই। এই সমস্যার কথা জানিয়ে ডিজের শব্দ কমানোর জন্য ওই যুবকদের অনুরোধ জানান বিধবা মহিলা। এতেই ক্ষেপে উঠে উন্মত্ত যুবকরা চড়াও হয় মহিলার উপর। জামাকাপড় ছিঁড়ে দিয়ে প্রহার করতে শুরু করে। কান্না আর আর্তচিৎকারেও তাঁকে রক্ষা করতে এগিয়ে এল না কেউই। ভিড় জমে গেল, কিন্তু মধ্যযুগীয় বর্বরতার নীরব দর্শকের ভূমিকায় সকলেই। হোলির সন্ধ্যায় এই ন্যক্কারজনক ঘটনার সাক্ষী হয়ে রইল আগ্রার খন্ডৌলি। সবচেয়ে আশ্চর্যজনক ঘটনা হল, পুলিশও প্রথমে ছোটখাট ঘটনা বলে এড়িয়ে যেতে চাইল প্রথমে। থানায় গেলেও নেওয়া হয়নি অভিযোগ। ব্যবস্থা নেওয়া তো দূরের কথা। এমনকি পুলিশের গাড়ি সামনে দিয়ে ঘুরে গেলেও সেদিকে ফিরেও তাকায়নি। স্বাভাবিকভাবেই অভিযোগ ওঠে, অপরাধীদের আড়াল করতে চাইছে পুলিশ। ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা। শেষ পর্যন্ত পুলিশ নড়েচড়ে বসে পুরো ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পরে। এফআইআর করে তদন্ত শুরু করতে বাধ্য হয়। কিন্তু এমন ভয়ঙ্কর ঘটনার ৪৮ ঘন্টা পরেও কেন একজনকেও গ্রেফতার করল না পুলিশ, রহস্যটা সেখানেই।

আসলে খুন,ধর্ষণ, নাবালিকা নির্যাতন, তন্ত্রসাধনার নামে বুজরুকির মতো ভয়াবহ সব ঘটনা একের পর এক ঘটেই চলেছে যোগীরাজ্যে। প্রমাণিত হচ্ছে, যোগীর প্রশাসন কতটা নিষ্কর্মা। এবার হোলির সন্ধ্যায় প্রতিবাদী মহিলাকে নগ্ন করে প্রহার। স্তম্ভিত সভ্যসমাজ। Jআসল ঘটনাটা কী? তখন হোলির রঙখেলা শেষ। কিন্তু তারপরেও গ্রামে তারস্বরে ডিজে বাজিয়ে উদ্দামনৃত্য করছিল একদল উন্মত্ত যুবক। প্রচণ্ড আওয়াজে রীতিমতো ছটফট করছিল বাড়ির মোষগুলো। দুধ দোয়ানোও সম্ভব হচ্ছিল না কিছুতেই। এই সমস্যার কথা জানিয়ে ডিজের শব্দ কমানোর জন্য ওই যুবকদের অনুরোধ জানান বিধবা মহিলা। এতেই ক্ষেপে উঠে উন্মত্ত যুবকরা চড়াও হয় মহিলার উপর। জামাকাপড় ছিঁড়ে দিয়ে প্রহার করতে শুরু করে।

আরও পড়ুন- নতুন মরশুমে নামার আগে আশাবাদী হার্দিক, সিএসকেরব বিরুদ্ধে নামার আগে কী বললেন মুম্বই অধিনায়ক?

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version