Tuesday, November 4, 2025

ফের খবরের শিরোনামে মোদির  গুজরাট। মোদির নিজের রাজ্যেই টাকার পাহাড়। সেখানে একটি বন্ধ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে ৯৫ কেজি সোনা ও নগদ ৯০ কোটি টাকা! টাকা গোনার জন্য ও সোনা ওজনের আনা হয়েছে যন্ত্র।গোপন সূত্রে গোয়েন্দা পুলিশের কাছে খবর আসে, পালদি এলাকার একটি ফ্ল্যাটে প্রচুর সোনা এবং নগদ টাকা রয়েছে। সেই খবর পাওয়ার পরই পুলিশের সন্ত্রাস দমন শাখা (এটিএস) এবং ডায়রেক্টরেট এব রেভিনিউ ইন্টেলিজেন্স (ডিআরআই) ওই ফ্ল্যাটে হানা দেয়। ডবল ইঞ্জিন গুজরাটের নয়া কুকীর্তি। সোমবার সন্ধ্যায় অহমদাবাদের পালদি এলাকায় তল্লাশি অভিযানে যান এটিএস এবং ডিআরআই-এর কর্মকর্তারা। দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা একটি ফ্ল্যাটে তল্লাশি চালান তারা। ফ্ল্যাটের দরজা ভেঙে ভিতরে ঢুকে তল্লাশি চালানোর সময় স্তম্ভিত হয়ে যান তারা।

সেই ফ্ল্যাট ভেঙে ভিতরে ঢুকতেই ৯৫ কেজি সোনার বিস্কটু এবং নগদ ৯০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ জানায়।প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ওই ফ্ল্যাটের মালিক মেঘ এবং তার বাবা মহেন্দ্র শাহ। তারা দু’জনই পলাতক। তদন্তকারী এক কর্মকর্তা জানিয়েছেন, ফ্ল্যাটের ভিতরে একটি বাক্সে ৯০-১০০টি সোনার বিস্কুট থরে থরে সাজানো ছিল। ফ্ল্যাটে থাকা একটি আলমারি থেকে টাকার বান্ডিলও উদ্ধার হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ জানিয়েছে, ওই টাকার পরিমাণ ৯০ কোটি টাকা। তবে পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত কারোকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এটিএসের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ (এসিপি) এসএল চৌধুরি বলেন, ৯৫ কেজির বেশি সোনার বিস্কুট, গয়না এবং নগদ ৯০ কোটি টাকা উদ্ধার হয়েছে।এসিপি আরও জানিয়েছেন, মনে করা হচ্ছে, অভিযুক্তেরা বড়সড় কোনও পাচারচক্রের সঙ্গে জড়িত। তবে দু’জনই পলাতক। তাদের খোঁজে তল্লাশি চলছে। ডিআরআই-এর এক আধিকারিক জানিয়েছেন, টাকা গোনা এবং সোনা ওজনের যন্ত্র আনা হয়েছে।

 

 

Related articles

পালানোর চেষ্টায় অভিযুক্তদের পায়ে গুলি! কোয়েম্বাটুরে কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

কোয়েম্বাটুর(Coimbatore) বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণ(Gang Rape) করার অভিযোগের ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিন জনকে।  গ্রেফতর প্রক্রিয়া...

অনুষ্ঠানে যাওয়ার পথেই হরিয়ানায় নৃশংসভাবে খুন প্রাক্তন ক্রিকেটার ও কোচ

হরিয়ানার প্রকাশ্য রাস্তায় নৃশংস ভাবে প্রাক্তন ক্রিকেটার ও কোচ(Haryana cricket coach )রামকরণকে (Ramkaran) গুলি করে খুনের অভিযোগ উঠেছে...

হালকা কুয়াশার সঙ্গে নামছে পারদ, দক্ষিণবঙ্গে শীতের আগমনী বার্তা, রইল আবহাওয়ার আপডেট

পুজোর মরশুম শেষের শীতের(Winter)  আগমনী বার্তা বাংলা জুড়ে। নভেম্বরের শুরু থেকেই হালকা শীত পড়তে শুরু করেছে। সকাল  এবং...

ভয়ঙ্কর! হাত-পা ভেঙে বালি-আঠা দিয়ে নাক বন্ধ করে যোগীরাজ্যে নাবালিকা ধর্ষণ-খুন

বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে...
Exit mobile version